মোজাম্মেলঃ আমেরিকার রাজনৈতির অংশতে যুক্ত হলেন নান্দাইলের কৃতি সন্তান জাইন।তিনি মেধা যোগ্যতার সমীকরণে সব সময় ছিলেন অগ্রগামী। যোগ্যতার মাপকাঠিতে তিনি আজ হোয়াইট হাউসের নীতিনির্ধারকের একজন।আমেরিকার হোয়াইট হাউসে এত গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশী হিসাবে এই প্রথম।
জাইন সিদ্দিকি নিউইয়র্কে কলেজ লাইফ থেকে ডেমোক্রেটিক পার্টির সাথে জড়িত।বাংলাদেশে নামিদামি পত্রিকা সহ প্রবাসের বাংলা জার্নাল গুলোতে যার নাম আনন্দে উৎসাহের সাথে আলোচনার ঝড় উঠেছে –জাইন সিদ্দিকী (২৮),বর্তমানে হোয়াইট হাউসে ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র এডভাইজার হিসেবে নিয়োগ পেয়েছেন।
জাইন এর বাড়ী ময়মনসিংহ জেলার,নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের দোবরা কান্দা গ্রামে ।ডাক্তার দম্পতির একমাত্র সন্তান জাইন।তিনি সাবেক প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইদ্রীস আলী ভূইয়ার ভাতিজা।তাঁদের সাথে পারিবারিক ভাবে যোগাযোগ আছে।
জাইন সিদ্দিকীর অসাধারণ সাফল্যে আমরা নান্দাইলবাসী হিসাবে গর্বিত।নান্দাইলের বিভিন্ন মহল তাঁর প্রাপ্তিকে সাধুবাদ সহ অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply