নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরী (১৭) কে ধর্ষণের অভিযোগে শ্রী শুভ কুমার হাওলাদার (২০) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ধর্ষণের শিকার কিশোরী বাদী হয়ে মামলা দায়েরের পর রাতেই ফতুল্লা মডেল থানা-পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শুভ কুমার হাওলাদার ফতুল্লা থানার পাকিস্তান খাদ এলাকার মোতালেব মিয়ার বাড়ির ভাড়াটিয়া গোপাল চন্দ্র হাওলাদারের পুত্র বলে জানায় পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার কিশোরী ঝিয়ের কাজ করে। কিশোরী ও গ্রেপ্তার শুভ কুমার হাওলাদার ফতুল্লা থানার পাকিস্তান খাদ এলাকায় মোতালেব মিয়ার বাসায় ভাড়া থাকার সুবাদে গত ৪/৫ মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ আসলাম হোসেন দেশ রূপান্তরকে জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্ত ধর্ষক কে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply