কক্সবাজার জেলা প্রতিনিধিঃ নিজেকে অনেক বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে ইয়াবা পাচারকালে দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব- ৭।
দুই মাদক কারবারিরা হলেন-টেকনাফ সদরের ৮ নং ওয়ার্ডের হাঙ্গরডেইলের মোঃ কাইয়ুম শরীফের ছেলে মোঃ শহিদুল ইসলাম শাহেদ(২৮) ও পুরাতন ফল্লানপাড়ার মোঃ আমিনের ছেলে কবির আহাম্মেদ (৩১)।
রবিবার (২১ মার্চ) সকালে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন বরুমছড়া রাস্তার মাথা থেকে তাদের আটক করেছে র্যাব-৭ এর একটি টিম তারা দুইজনই হলেন টেকনাফ প্রতিদিন এবং নাফ টেলিভিশনের সাংবাদিক পরিচয় দানকারী।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ ও ১৭,৬৪৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি র্যাবের।
র্যাব-৭ এর মিডিয়া উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, তাদের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন বরুমছড়া রাস্তার মাথা ইউরো স্টার ইউনিক পয়েন্ট ক্রোকারিজ দোকানের সামনে বাঁশখালী-চট্টগ্রাম পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মোটরসাইকেল এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দিলে মোটরসাইকেলটি র্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে দুইজনকে আটক আটক করতে সক্ষম হয়। সন্দেহভাজন মটরসাইকেল আরোহীদের তল্লাশি করলে চট্ট-মেট্রো-ল-১৪-২৯৪০) মোটরসাইকেলের (তেলের ট্যাংকির ভিতর থেকে ১৭,৬৪৫ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা দুইজন দুটি সাংবাদিকতার আইডিকার্ড প্রদর্শন করে নিজেদেরকে টেকনাফ প্রতিদিন এবং নাফ টেলিভিশনের সাংবাদিক পরিচয় দেয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৪ লক্ষ টাকা এবং জব্দকৃত মোটরসাইকেলের আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা বলে র্যাবের দাবি।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানিয়েছেন।
Leave a Reply