নূরনবী স্টাফ রিপোর্টারঃ- গত ২৮ নভেম্বর জামালপুর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, খেলা হবে, নির্বাচনে খেলা হবে। আন্দোলনে খেলা হবে; ১০তারিখেও খেলা হবে। বিএনপি’র ১০ডিসেম্বরের শান্তিপূর্ণ পরিবেশে মিটিং করুক; শান্তিপূর্ণ হলে কোন প্রকার বাঁধা দেবে না আওয়ামী লীগ। তবে আগুন ও লাঠি নিয়ে এলে খেলা হবে। আগুন নিলে আর লাঠি নিয়ে খেলা করলে আওয়ামী লীগের নেতারা কর্মীরা বসে থাকবে না
বিএনপির উদ্যোশে আরো তিনি বলেন, আপনারা আগুন নিয়ে খেলা করবেন। লাঠি নিয়ে খেলা করবেন। আর আমাদের নেতা কর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ চুষবে, তাই না। আমরা প্রস্তুত আছি। খেলা হবে। সেই খেলায় বিএনপির আগুন লাঠির বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান তিনি।
আজ সোমবার (২৮নভেম্বর) বিকালে জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত জামালপুর জেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এসব কথা বলেন।
দীর্ঘ সাড়ে সাত বছর পর জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাহাঙ্গির কবির নানক এমপি, বাহাউদ্দিন নাসিম এমপি, মির্জা আজম এমপি, ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম হোসনে আরা সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
জামালপুর জেলা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে । জামালপুর জেলা আওয়ামীলীগের সম্মেলনকে সফল করতে জামালপুরের বিভিন্ন উপজেলা, পৌরসভা,ইউনিয়ন ও আশপাশের জেলা থেকে বিভিন্ন রং বে রং এর ব্যানোর ফেস্টুন নিয়ে সভায় লক্ষাধিক নেতা কর্মীদের মিলনস্থলে উপস্থিত হয়।
পরে সম্মেলনে সভাপতি পদে আডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারন সম্পাদক পদে বিজন কুমার চন্দকে নির্বাচিত করা হয়। এর আগে ২০১৫ সালের ২০ মে জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
Leave a Reply