আব্দুল ওয়াদুদ
জেলা প্রতিনিধি,নীলফামারীঃ
নীলফামারীর কিশোরগঞ্জে পর্নোগ্রাফির দায়ে আবুল খায়ের বিপ্লব নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে গাজীপুরের কাশিমপুর থানার চক্রবর্তীটেক এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আবুল খায়ের বিপ্লব (৩৮) মাগুড়া দর্জিপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে ও মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলা সূত্রে জানা যায়, পিটিআইতে ডিপিএড প্রশিক্ষণকালীন সময়ে তিনি এক শিক্ষিকাকে ফাঁদে ফেলেন। বোনের বিয়ের কথা বলে তার কাছ থেকে ৪ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে কৌশলে ভিডিও কলে ওই শিক্ষিকার অশ্লীল ছবি ধারণ করেন। টাকা ফেরত চাইলে তার মেসেঞ্জারে অশ্লীল ভিডিও কলের ছবি পাঠান এবং আরও ২ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে
Leave a Reply