শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা পুলিশ কর্তৃক ২০(বিশ) কেজি গাঁজা ও ০১টি প্রাইভেটকার সহ ০১ জন গ্রেফতার। ধনবাড়ীতে এডভোকেট মোহাম্মদ আলীর জনসভা অনুষ্ঠিত চাঁদপুরের ফরিদগঞ্জে স্বৈারাচার বিরোধী আন্দোলনের স্মৃতি চিহ্ন সম্বলিত চিত্র নিয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধন । গলাচিপা উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ ঘোষণা: শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের মিছিল, পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার বরিশালে চাল ডিলার কর্তৃক সাংবাদিক সাদ্দাম হোসেনকে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জুলাই সনদ বাস্তবায়নে গণভোটই সমাধান : সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ খুনের মামলার দুই আসামি গ্রেফতার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতাল এখন রোল মডেল বরগুনা-১ আসনে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যাস্ত এ্যাড. মোঃ রেজবুল কবির…!

নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পঠিত

আশীষ বিশ্বাস
সিনিয়র স্টাফ রিপোর্টার

মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করাকালে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, নীলফামারী সদর থানাধীন পৌরসভাস্থ ০৬ নং ওয়ার্ড এর অন্তর্গত কুখাপাড়া গ্রামস্থ রেল ঘুন্টি হইতে ৫০০ গজ উত্তরে রেল লাইন সংলগ্ন আফিয়া এর বাশ ঝাড়ে কতিপয় পেশাদার ধৃত মাদক ব্যবসায়ী মোবাইল ফোনে যোগাযোগ করিয়া মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিতেছে। উক্ত সংবাদটি সাথে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ডিবি টিম ইনচার্জ তাৎক্ষনিকভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করিয়া সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং-০৩/০৮/২০২৫ তারিখ বিকাল ১৭.৩০ ঘটিকার সময় নীলফামারী সদর থানাধীন পৌরসভাস্থ ০৬ নং ওয়ার্ড এর অন্তর্গত কুখাপাড়া গ্রামস্থ রেল ঘুন্টি হইতে ৫০০ গজ উত্তরে রেল লাইন সংলগ্ন আফিয়া এর বাশ ঝাড়ে পৌঁছামাত্রই আসামী ১। মোঃ সোহেল রানা (৩৮), পিতা- মৃত ওয়াসিম আলী, মাতা- মোছাঃ জোলেখা খাতুন সাং- রেলমুন্টি কুখাপাড়া, ওয়ার্ড নং-০৬, থানা ও জেলা- নীলফামারী গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পাইয়া পলায়নের চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই একই তারিখ ১৭.৩৫ ঘটিকায় উক্ত আসামীকে আটক করা হয়। অতঃপর ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীগণ সহ আরো অনেকের উপস্থিতিতে বিধি মোতাবেক আসামী সোহেল রানা এর দেহ তল্লাশীকালে তার লুঙ্গির সামনের কোচে গোঁজা অবস্থায় লাল রংয়ের সাকিব গুলের কৌটার মধ্যে (৫+৫+২+১)=১৩ (তের) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সাদা স্বচ্ছ প্লাস্টিকের পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় এবং গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করিলে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে। এ সময়ে বিধি মোতাবেক সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উল্লেখ্য উক্ত ধৃত আসামীর বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী সদর থানার মামলা নং-০৩ তারিখ-০৪/০৮/২০২৫ খ্রিঃ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০ (ক) রুজু করা হইয়াছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com