বেতাগী পৌর নির্বাচনে বিপুল ভোটে করেন l পঞ্চম বারের মত প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বেতাগী পৌরসভায় ভোট গ্রহণ শেষে হয়েছে। ভোট গননা শেষে ব্যপক ব্যবধানে নৌকা বিজয়। এখানে বাংলাদেশ আওয়ামীলীগের মননীত প্রার্থী এবিএম গোলাম কবির বিজয়ী হয়েছে। গতকাল সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতির সংখ্যা ছিল অনেক বেশি।
বেতাগী পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট নয় হাজার ৩ শ ২৮ জন ভোটের মধ্যে কাষ্ঠ হয়েছে ৬ হাজার নয়শত চল্লিশ ভোট। এরমধ্যে নৌকার প্রার্থী এবিএম গোলাম কবির পেয়েছে ৬১০২ ধানের শীষ হুমায়ুন কবির মল্লিক পেয়েছে ৫১৯ ও বিদ্রোগী প্রার্থী মহাসিন পেয়েছে ৩১৯ ভোট। সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন হয়েছে।
৯টি ওয়ার্ডে নয়জন ম্যাজিষ্ট্রেট কাজ করছেন। পুলিশের পক্ষ থেকে প্রতি দুই ওয়ার্ডের জন্য একজন করে অতিরিক্ত পুলিশ সুপার এবং প্রতিটি কেন্দ্রে ২জন এসআই, দুইজন এএসআইসহ মোট ১৫ জন পুলিশ সদস্য কাজ করছে। এছাড়া দুই প্লাটুন বিজিবি এবং চার প্লাটুন র্যাব সদস্য ও একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য করেছে।
Leave a Reply