শিরোনাম :
অপসংবাদিকতা ও সহিংসতার ছায়ায় গণমাধ্যমের সংকট মোহাম্মদ আলী হাসপাতালে জাতীয় মানবাধিকারের উদ্যোগে ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে ক্ষতিগ্রস্থদের জমির ন্যায্য মূল্যের দাবিতে সড়ক অবরোধ জলঢাকায় ভোক্তা অধিকারের অভিযান, দুইজনকে জরিমানা। রাঙ্গাবালীতে চাঁদার টাকা না দেয়ায় দলীয় প্রভাব খাটিয়ে জমি ও মাছের ঘের দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা পটুয়াখালী জেলা বিএনপির নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নিহত এক বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের খুলনা মহানগর সভাপতির মুক্তি কামনা কোমলমতি শিক্ষার্থীদের মেধাবিকাশে তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ নীলফামারী প্রেসক্লাবের পক্ষ্য থেকে সেরা তিনটি মন্ডপকে দেয়া হবে সম্মাননা, পূজা হচ্ছে ৮৪৭টি মন্ডপে

ন্যায়বিচার না পেলে আত্নহত্যা করবোঃ সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা।

মোঃ জিকরুল হকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৫০১ বার পঠিত

দিনাজপুর সদরের পল্লীতে বীর মুক্তিযোদ্ধার ৮৭ শতক জমি দখলের জন্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর এবং তার পরিবারের সদস্যদের উপর নৃশংস হামলা ও বসতবাড়ি ভাংচুর করেছে ভুুমিদ:স্যু আসাদুজ্জামান ভুট্টু ও তার সহযোগী সন্ত্রাসীরা। ২২ নভেম্বর রবিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধার উপর হামলা,বসতবাড়ি ভাংচুর ও জমি দখলের লিখিত বক্তব্য প্রকাশ হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সবুর বলেন,সদরের পাইকপাড়া মৌজার জেএল নং ১১৯‘র ৩৭ নং দাগের এর ৫২ শতক এবং ৩৭১ নং দাগের ৩৫ শতক মোট ৮৭ শতক পৈত্রিক সুত্রে পাওয়া সম্পত্তি জমি দখলের জন্য গত ১৭ নভেম্বর হামলা চালায় ভুমিদ:স্যু সন্ত্রাসী চাঁদাবাজ ভুমি দখলদার জামান সরকার,তার পুত্র মাহাবুব সরকার এবং নাশকতাবাজ আসাদুজ্জামান ভুট্টুসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা চাইনিজ কুড়াল,ধারালো অস্ত্র,রড ও বাঁশের লাঠি নিয়ে হামলায় চালায়। ওই হামলায় সন্ত্রাসীরা নির্দয় ভাবে এলোপাতারি কুপিয়ে জখম করেছে আমাকে ও আমার স্ত্রী ছালেহা বেগম,মেয়ে তানজিলা জাহান ও পুত্র নুর মোহাম্মদ সালজার সরকারকে গুরুত্বর জখম করে। এসময় তারা আমার মেয়ে ও স্ত্রীকে চুলের মুঠি ধরে নির্দয় ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। এসময় সন্ত্রাসীরা আমার বসত-বাড়ি ভাংচুর করে ও নগদ ৩০ হাজার টাকাসহ বাড়ির মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চিকিতসার জন্যে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। এব্যাপারে আমি ১৮ নভেম্বর ২০ ভুমিদস্যু সন্ত্রাসীদের নাম উল্লেখ করে কোতায়ালী থানায় মামল করি। মামলা নং ৩৮ তাং ১৮/১১/২০ চিকিতসা শেষে বাড়ি ফিরে এলে ভুমিদস্যু জামান সরকার ও তার সন্ত্রাসীরা মামলা তুলে নেয়ার জন্যে আমার ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ভীতি এবং হত্যা করে লাশগুমে হুমকি দিয়ে বেড়াচ্ছে।তিনি বলেন,আমি একজন মুক্তিযোদ্ধা হয়েও ন্যায় বিচারের জন্যে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। তিনি আরো বলেন, আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি ন্যায় বিচার না পেলে আমার আত্বহত্যা ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। তাই আমাকে এবং আমার পরিবারের সদস্যদের ন্যায় বিচার প্রাপ্তিতে প্রশাসনের সহযোগীতার দাবী করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com