পঞ্চগড়ে ১নং অমখানা ইউনিয়নের টোকাপাড়া ক্যাম্পের বিজিবির হাতে ৫০ পিস ফেনসিডিল সহ সোহেল(২২) নামে এক যুবক আটক
আটক সোহেলের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের নাটকাটি গ্রামে ৷ তিনি ওই গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে ৷
বৃহস্পতিবার টোকাপাড়া ক্যাম্প কমান্ডার আনোয়ার হোসেনের নেতৃত্বে অমরখানা টোকা পাড়া ক্যাম্পের বিজিবি টহল রত অবস্থায় তাদের ক্যাম্প এরিয়ায় ভোর আনুমানিক পাঁচটা বাজে ইন্ডিয়ান মালামাল ও ৫০ বোতল ফেনসিডিল সহ তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়
পরে বিকেলে বিজিবি সদস্যরা আটক সোহেল কে পঞ্চগড় সদর থানায় সোর্পদ করেছে। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply