সেলিম চৌধুরীঃ চট্টগ্রামে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন চৌধুরী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে ২৩ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী শুরু হবে। এতে বিভিন্ন আলেম ওলামাগণ গুরুত্বপূর্ণ তসরিফ আনবেন। বিস্তারিত কর্মসূচির মধ্যে রয়েছে ব্যবস্থাপনায়: পবিত্র ঈদে মিলাদুন্বী (সা:) উদযাপন কমিটি। স্থান: জঙ্গলখাইন চৌধুরী বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণ, জঙ্গলখাইন, পটিয়া, চট্টগ্রাম। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে-৫ দিন ব্যাপী পবিত্র আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (দ.)-২০২০তারিখ- ২৩, ২৪, ২৫, ২৬, ২৭ইং অক্টোবর রোজ- শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার,মঙ্গলবার১ম দিবসঃ- উদ্বোধক আলহাজ্ব মোঃ সৈয়দ নূর , বিশিষ্ট সমাজ সেবক, জঙ্গলখাইন, পটিয়া। প্রধান অতিথি মোহাম্মদ মর্তুজা কামাল চৌধুরী, সভাপতি এয়াকুবদন্ডী এইচপি উচ্চ বিদ্যালয়, পটিয়া। বিশেষ অতিথি মোহাম্মদ শাহাদাৎ হোসেন সবুজ ইউ.পি. সদস্য, ১নং ওয়ার্ড, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ, মোহাম্মদ সাঈদুল হাসান খাঁন, ডিজিএম জেসান কন্টিইনার লিঃ। এতে প্রধান ওয়ায়েজিন বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব, মাই টিভি ও মোহনা টিভি হযরত মাওলানা মঈন উদ্দিন খাঁন মামুন কাদেরী। আরবি প্রভাষক ছিফাতলী গাউছিয়া মঈনিয়া কামিল মাদ্রাসা, হাটহাজারী চট্টগ্রাম। ও বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব মাই টিভি ও মোহনা টিভি। বিষয়: রাসূল (স:) এর নাম মুবারক শুনে চুমু খাওয়ার ফযিলত। বিশেষ ওয়ায়েজিন : হযরত মাওলানা অছিউর রহমান আল-কাদেরী খতিব জঙ্গলখাইন কেন্দ্রীয় জামে মসজিদ। বিষয়: রাসূল (সা:) এর দাদার মান্নতের গুরুত্ব সভাপতিত্বর করবেন:- জনাব নুরুল আলম তালুকদার, ডিজিএম বাংলাদেশ ব্যাংক, ঢাকা। ২য় দিবসঃ- বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক। উদ্বোধক মোহাম্মদ আলী হোসাইন (আরিফ) প্রো: মেসার্স তৈয়্যবিয়া ফার্ম ও মেসার্স এন.এস.ফুডস ইন্টারন্যাশনাল, ষ্টেশন রোড, ফলমুন্ডি, চট্টগ্রাম।প্রধান অতিথি পীরজাদা আলহাজ্ব সৈয়দ কুতুব উদ্দিন শাহ্ আমির ভান্ডার বড় দায়রা শরীফ, মঞ্জিল এ হাছানাত মওলা, পটিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মোহাম্মদ ফারুক আহামদ, জনতা ব্যাংক লিঃ, মোহাম্মদ আবুল বশর মেম্বার, প্রধান ওয়ায়েজিন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা আহমদুল হক মাইজভান্ডারীসাজ্জাদানশীন গোমদন্ডী দরবার শরীফ, বোয়ালখালী, চট্টগ্রাম। বিষয়: রাসূল (সা:) এর পারিবারিক জীবন ও বর্তমান প্রেক্ষাপট। বিশেষ ওয়ায়েজিন: হযরত মাওলানা ইদ্রিস আল-কাদেরী খতিব- জঙ্গলখাইন চৌধুরী বাড়ী জামে মসজিদ।বিষয়- রাসূল (সা:) ইলমে গায়েব। হযরত মাওলানা মো: ইব্রাহীম আল-কাদেরী। বিষয়: রাসূল (সা:) আধুনি কায়নের প্রবর্তক সভাপতিত্ব করবেন আলহাজ্ব কামাল পাশা গরীবি চিশতী আল-মাইজভান্ডারী জঙ্গলখাইন, পটিয়া, চট্টগ্রাম। ৩য় দিবসঃ- বিশিষ্ট সমাজ সেবক উদ্বোধক আলহাজ¦ এম.এ আবছার, চেয়ারম্যান মুনতাসির গ্রুপ পটিয়া, চট্টগ্রাম। বিশিষ্টি দানবীর ও সমাজ সেবক প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল আলম, পরিচালক (উৎপাদন) টি.কে. গ্রুপ সভাপতি- হযরত শাহঁচান্দ আউলিয়া (রহ.) ওরশ কমিটি। বিশেষ অতিথি মো: আজাদুল ইসলাম সাধারণ সস্পাদক- এডভোকেট ক্লার্ক এসোসিয়েশন, পটিয়া, চট্টগ্রাম। প্রধান ওয়ায়েজিন: বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আলহাজ্ব হযরত মাওলানা বদরুজ্জামান রিয়াদমুহাদ্দিস দারুন নাজাত ছিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, ডেমরা, ঢাকা। খতিব- রাজারবাগ জামে মসজিদ, নয়াপল্টন, ঢাকা। বিষয় রাসুল (সা:) এর আদর্শ বাস্তবায়নে নারী সমাজের করণীয়। বিশেষ ওয়ায়েজিন: বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ¦ হযরত মাওলানা মোখতার আহমদ রজভী খতিব মাইজ পাড়া গাজী জামে মসজিদ, চাদগাঁও, চট্টগ্রাম।বিষয়:- রাসূল (সা:) এর সামাজিক জীবন ও বর্তমান প্রেক্ষাপট। সভাপতিত্বর করবেন:- জনাব মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরীযুগ্ম আহবায়ক- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটি, জঙ্গলখাইন, চট্টগ্রাম। ৪র্থ দিবসঃ- উদ্বোধক আলহাজ্ব মোহাম্মদ গোফরান রানা কাউন্সিলর ৪নং ওয়ার্ড, পটিয়া পৌরসভা। প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ আমির হোসেন সভাপতি- পটিয়া ব্যাংকার্স ফোরাম এসোসিয়েশনম্যানেজার- ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, খাতুনগঞ্জ কর্পোরেশন ব্রাঞ্চ। বিশেষ অতিথি মোঃ জিয়া উদ্দিন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, রাষ্ট্রপতি ভবন। এডভোকেট লুৎফর রহমান (রুফু)। প্রধান ওয়ায়েজিন: বিশিষ্ট আলেমেদ্বীন পীরে তরিকত্ব হযরত আল্লামা আবুল কাশেম নূরী (মা.জি.আ)চেয়ারম্যান- আনজুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ। বিষয়: মীম হরফের রহস্য উৎঘাটন। বিশেষ ওয়ায়েজিন: বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মাহবুবুল আলম নূরে বাংলা আল-কাদেরী। প্রতিষ্টাতা পরিচালক- কাদেররিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া হেফজখানা বিষয়: রাসূল (সা:) এর মক্কী জীবন ও মুসলমানদের কররণীয় । সভাপতিত্বর করবেন:- বিশিষ্ট ব্যবসায়ী সমাজ ও সেবক জনাব মোহাম্মদ শাখাওয়াত হোসেন চৌধুরী যুগ্ম আহবায়ক পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন কমিটি, জঙ্গলখাইন। ৫ম দিবসঃ- উদ্বোধক মোহাম্মদ মাহবুর রহমান চৌধুরী প্যানেল চেয়ারম্যান- জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব আলহাজ্ব মোহাম্মদ রুহুল আমিন বিশেষ অতিথি পটিয়া পৌরসভা মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ি সমাজ সেবক মোহাম্মদ দিদারুল আলম প্রো: রূপা – নিপা ফ্যাশন, রহমান মার্কেট, শহীদ ছবুর রোড, পটিয়া। এডভোকেট মহিউদ্দিন (মুহিন), পাঠাগার সম্পাদক পটিয়া আইনজীবি সমিতি। প্রধান ওয়ায়েজিন: বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শায়খ আবদুল মোস্তাফা রাহীম আল-কাদেরী খতিব:- হাবিবিয়া জামে মসজিদ, ঢাকা। বিষয়: রাসূল (সা:) এর আদর্শ বাস্তবায়নে কিশোরদের করণীয়, সময় রাত- ১১.০০ ঘটিকা। বিশেষ ওয়ায়েজিন: বিশিষ্টি মিডিয়া ব্যাক্তিত্ব মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শায়খ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী পিএইচডি গবেষক, অধ্যক্ষ- আল-আজহার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, ঢাকা। বিষয়:- রাসূল (স:) এর আদর্শ বাস্তবায়নে সাহাবাকেরামদের অবস্থান ও যুবসমাজের করণীয়। হযরত মাওলানা ছৈয়দ মোকারম বারী সাজ্জাদানশীন- বারীয়া দরবার শরীফ, বাহার সিগনাল, চান্দগাঁও, চট্টগ্রাম। সময়- বাদে মাগরিব। বিষয়:- রাসূল (স:) এর মাদানী জীবন ও মুসলামানদের করণীয়। সভাপতিত্বর করবেন:- জনাব মোহাম্মদ আবদুল করিম সওদাগর আহবায়ক- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটি, জঙ্গলখাইন। উক্ত মিলাদ মাহফিল সফল করার আহবান জানান, পবিত্র ঈদেমিলাদুন্নবী উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ আবদুল করিম সওদাগর, সদস্য সচিব মাষ্টার মোজাম্মেল হক চৌধুরী।
Leave a Reply