করোনা মহামারিতেও পটিয়ায় নানাবিধ অপরাধের প্রকোপ বেড়েছে, পটিয়ায় সিএনজি ছিনতাই করার সময় স্থানীয় জনতা ৪ জন ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে। গ্রেফতারকৃতরা হলেন, চন্দনাইশ উপজেলার ৩ নং ওয়ার্ডের মোজাহের মিয়ার পুত্র নুর মোহাম্মদ প্রকাম হোসেন(৩০), আব্দুল আজিজের পুত্র মো. জিয়াউল হক(২২), আনোয়ার ইসলাম প্রকাশ বাবুর পুত্র সাদ্দাম হোসেন সজিব (১৯), মো. জুনু মিয়ার পুত্র মোহাম্মদ মনির হোসেন(২৬)।
রোববার সকালে শোভনদন্ডী ইউনিয়নের হাতিয়ার ঘোনা বৈলতলী সড়কের রফিক মিয়া বাড়ির সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে।
সিএনজির মালিক ফোরকান জানান, শনিবার দিবাগত রাতে তাঁর দুইটি সিএনজি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধাওয়া করে সিএনজি সহ এলাকাবাসী ৪ সিএনজি ছিনতাইকারীকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে পটিয়া থানার এস.আই বিলাল আকন্দ জানান, ৪ সিএনজি ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
Leave a Reply