সেলিম চৌধুরীঃ চট্টগ্রামের পটিয়া অটো, টেম্পো, টেক্সি, সিএনজি, রাভী, টাটা, এইচ, মাহিন্দ্র পরিবহন শ্রমিক কল্যাণ সমবায় সমিতির রেজিষ্ট্রেশন নং ৭৩৫০/৩১০ এর উদ্যোগে সমিতির কবির মার্কেট কার্য়লয়ে ২১ অক্টোবর বুধবার বিকালে সমিতির ১৯৬ নম্বর কার্ড এর সদস্য মোঃ শাহজাহান এর অকাল মৃত্যুতে তার নমিনীর মৃত্যুর দাবি টাকা তার স্ত্রী রেহেনা আকতার আকতার হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন সমিতির সভাপতি মোঃ বদিউল আলম, সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম (হিরু),সহ সভাপতি মোঃ লোক মান (বাচা)উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন পটিয়া অটো টেম্পো শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি বদিউল আলম অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম (হিরু)।বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ,প্রচার সম্পাদক মোঃ বেলাল,সমিতির নির্বাচিত সদস্য যথাক্রমে মোঃ জামাল উদ্দীন,মোঃ আলী আকবর,মোঃ বদিউল আলম,মোঃ আবুল হোসেন,মোঃ বেলাল,মোঃ রফিক,হিসাবরক্ষক কে এম আমজাদ হোসেন,শ্রমিক মোঃ লেদু প্রমুখ। ভায় বক্তারা বলেন, শ্রমিকদের কল্যাণে এ সংগঠন যে কোন বিপদ আপদ মোকাবেলায় আমরা বদ্ধ পরিকর।শ্রমিকরা ঐক্যবন্ধ থাকলে সব কিছু করার সম্ভব।
Leave a Reply