শিরোনাম :
সংবাদ প্রকাশের পর দূর্গাপুরে ভুয়া আল আকশা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ গণতন্ত্র বনাম রাজনীতি: সংকটে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া রাজশাহীতে বহিষ্কৃত ডিবি হাসানের সহযোগীদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি লালন কণ্ঠ ফরিদা পারভীনের মৃত্যুতে জাতির শোক কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা ভোলায় জলসিড়ি সাহিত্য আসরের চতুর্থ আড্ডা অনুষ্ঠিত । মনপুরায় জেলেকে মারধর, বিচার না পেয়ে বিষপান করে আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া ডিবি কর্তৃক ৯০ বোতল স্কফ সিরাপ ও ০১টি মোটরসাইকেল উদ্ধারসহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়া ডিবি কর্তৃক ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ বোতল দেশী চোলাই মদ সহ ২ জন গ্রেফতার।

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে কয়েক দিন পর পর ভেসে আসে মৃত্যু ডলফিন

ইলিয়াস শেখ, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৫০ বার পঠিত

একদিনের ব্যবধানে ভেসে এসেছে আরও দুটি মৃত্যু ডলফিন কুয়াকাটা সমুদ্র সৈকতে। সোমবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে সৈকতের বীচ থেকে পশ্চিম দিকে প্রায় দুই কিলোমিটার কম্পিউটার পয়েন্ট সংলগ্ন স্থানে ডলফিন দুটি দেখতে পান ব্লু গার্ডের সদস্যরা।

ব্লু গার্ডের সদস্য ইলিয়াস জানায়, কুয়াকাটা সৈকতে দায়িত্বরত অবস্থায় মৃত্যু ডলফিন দুটি দেখতে পাই। ঊর্ধ্বতন স্যারকে জানালে বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তাকে জানান। পরে তাদের নির্দেশে সৈকতে ডলফিন দুটি মাটিচাপা দেয়া হয়।

ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি জানান, কুয়াকাটা সৈকতে (ব্লু গার্ড) টিম নিয়ে কাজ করছিলাম। হঠাৎ এক গার্ড মৃত্যু দুটি ডলফিন দেখতে পান। এর আগে গত ৭ আগস্ট সৈকতে আরও একটি মৃত্যু ডলফিন ভেসে এসেছিল। ডলফিন দুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগেও কয়েকটি মৃত ডলফিন ও তিমি এ সৈকতে ভেসে এসেছে।

তিনি আরও জানান, আজকে যে দুটি ডলফিন পাওয়া গেছে তার একটি ‘পরপয়েজ’ বলা হয়। অন্যটিকে ‘কুঁজো’ বা প্লামব্যাগ ডলফিন বলা হয়।এগুলোর মুখে রক্ত দেখা গেছে। ডলফিন দুটি ৫-৬ ফুট লম্বা হবে। ধারণা করা হচ্ছে, জালে আটকে বা ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে ডলফিনগুলো মারা যেতে পারে।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ঠিক কী কারণে ডলফিনগুলো মারা যাচ্ছে তা বলা যাচ্ছে না। এ ধরনের ডলফিনগুলো মাছ খেয়ে বেঁচে থাকে। তাই বেশিরভাগ সময় জেলেদের মাছ ধরার জালে আটকাপড়ে মারা যায়। আবার বয়সের কারণেও অনেক সময় মৃত্যু হয়। মৃত্যুর পর জোয়ারের পানিতে তীরে চলে আসে। এগুলো কয়েকদিন আগে মরে যাওয়ায় পঁচে যাওয়ার উপক্রম হয়েছে। তাই তাৎক্ষণিক মাটি চাপা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com