খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন চরখালী গ্রামে বজ্রপাতে দুটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (১৩ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১২ টার মধ্যে দক্ষিন চরখালী গ্রামের বিলের মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।
নিহত গরুগুলো স্থানীয় বোয়ালিয়া গ্রামের কৃষক খালেক হাওলাদারের মালিকানাধীন ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খালেক হাওলাদার গরু দুটি ঘাস খাওয়ানোর জন্য বিলের মধ্যে ছেড়ে দেয়। হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত হয় এবং গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়।
গরু দুটির আকস্মিক মৃত্যুতে খালেক হাওলাদার তার পরিবারসহ চরম হতাশায় ভেঙে পড়েছেন। তিনি জানান, গরু দুটির বাজারমূল্য আনুমানিক ৮০ হাজার টাকা হবে। গরুগুলোই ছিল তার পরিবারের একমাত্র সহায় সম্পদ।
স্থানীয় বাসিন্দারা জানান, বজ্রপাতের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের লোকজন ভয়ে ঘর থেকে বের হতে সাহস পাননি। ঘটনার পরপরই এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন এবং গরু দুটি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
এ ঘটনায় এলাকার কৃষকদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা বজ্রপাতের সময় গবাদিপশু রক্ষা করার বিষয়ে সচেতনতা ও সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা দাবি করেছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক ভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply