খন্দকার জলিল – স্টাফ রিপোর্টার :
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া রনগোপালদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন।
তিনি আজ বুধবার (১৪মে) সকাল ১১ টার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামীলীগ সভপতির পদ থেকে পদত্যাগ করেন।
জানা যায় আব্দুল আজিজ মিয়া ২০২২ সালে ২৯ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে রনগোপালদী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তারপর থেকে দাপটের সাথে আওয়ামীলীগের দলীয় কার্যক্রম বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করেন। জুলাই আন্দোলনের পরে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর তিনি সাময়িক আত্নগোপন ছিলেন। তারপর পূনরায় এলাকায় এসে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মাঝে মাঝে শারীরিক অসুস্থতা দেখিয়ে ঢাকায় অবস্থান করতেন।
বুধবার ১১টার সময় রনগোপালদী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে শারীরিক অসুস্থর কথা বলে রনগোপালদী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি পদ থেকে পদত্যাগ ঘোষনা দেন। দলের সাথে তার কোন সম্পর্ক নাই এবং জীবন দশায় তিনি আর আওয়ামীলীগের নাম মুখে না নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তার পদত্যাগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এলাকার সাধারন মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ায় দেখা যায়। অনেকে বলেন গ্রেপ্তার আতঙ্কে আবার কেহ বলেন চেয়ারম্যান পদ টিকিয়ে রাখার জন্য এ কৌশল অবলম্বন করেন। চেয়ারম্যান আবদুল আজিজ মিয়া বলেন, আমি ২০১২ সাল থেকে রনগোপালদী ইউনিয়ন আওয়ামীলীগের সভপতির দায়িত্ব পালন করে আসছি। ২০২২ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। আমার শারীরিক অসুস্থতার কারনে আওয়ামীলীগ সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেই। তাই আজ থেকে রনগোপালদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। আমার সাথে আওয়ামীলীগের আর কোন সম্পর্ক নাই। কখনও আওয়ামীলীগের নাম আর কখনও মুখে আনবো না।
Leave a Reply