খন্দকার জলিল – স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর রাংগাবালী উপজেলায় তালগাছ থেকে পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত্যু ব্যক্তি রাংগাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর বেষ্টিন গ্রামের মৃত সুন্দর আলী সরদারের পুত্র মো: শহিদুল সরদার (৫৫)
স্থানীয় সূত্রে জানা যায় (১৪মে) বুধবার সকাল ৯:০০ ঘটিকার সময় একই গ্রামের
ফরাজি বাড়ির জাহাঙ্গীর ফরাজীর তালগাছ থেকে পানিতাল পাড়বার উদ্দেশ্যে বাঁশ বেয়ে গাছে ওঠেন। এ সময় হঠাৎ করে বাঁশ ভেঙ্গে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্পীড বোড যোগে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মৃত্যু শহিদুল সরদারের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করতে অনেকটা সময় লেগে গেছে। কারন হিসেবে জানতে চাইলে হাসপাতাল কতৃপক্ষ জানায় মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে পরিকল্পিত মৃত্যুর অভিযোগ উঠে আসায় তা যাচাই করে লাশ হস্তান্তর করতে সময় লেগেছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায় শহিদুল সরদার চর মোন্তাজ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন।
শহিদুল সরদার এর মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
Leave a Reply