খন্দকার জলিল – স্টাফ রিপোর্টার :
ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্য ছেড়ে আসা যাত্রীবাহী ডলফিন পরিবহনের একটি বাসের চাপায় প্রান গেল পথচারীর।
আজ ১৯ জুন রবিবার বিকাল ৩:৩০ টার সময় ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্য ছেড়ে আসা যাত্রীবাহী ডলফিন পরিবহনের একটি বাস বশাক বাজারের কাছে পায়রা ফিলিং স্টেশন সংলগ্ন রাস্তায় এসে অন্য গাড়ী অতিক্রম করতে গিয়ে পাশ দিয়ে হেটে চলা অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) কে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়।
এতে ঘটনাস্থলে বৃদ্ধ লোকটি প্রান হারায়। ঘটনার পরে অত্যধিক প্রত্যক্ষদর্শী ভিড় জমায়। তারা জানায় বৃদ্ধ লোকটিকে বাস চাপা দেওয়ায় তার মাথার মগজ অন্যত্র পড়ে থাকতে দেখে এবং তার মুখমন্ডলের কোন আকৃতি না থাকায় তাকে সনাক্ত করতে পারছে না। কেহ বলছেন এই এলাকার আবার কেহ বলছেন তাকে চিনেন না।
ঘটনার পরে পুলিশকে খবর দিলে পটুয়াখালী থানা থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করেন। এখন পর্যন্ত লাশ সনাক্ত করতে পারেন নাই। তদন্ত অব্যাহত আছে। ঘটনার সত্যতা উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে থানা কতৃপক্ষ জানায়।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে দীর্ঘদিন যাবৎ অতিরিক্ত পরিমান ইজি বাইক চলাচল করায় পরিবহনের গাড়ী চলাচলে মারাত্মক দূর্ঘটনা ঘটতেছে। এ ব্যাপারে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহন করা না হলে পরবর্তীতে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে বলে স্থানীয়রা জানান।
Leave a Reply