প্রাগৈতিহাসিক প্রকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সম্ববমনাময়, ভাওয়ালদের স্মৃতি বিজড়িত দেশের প্রাচীণ জনপদ গাজীপুর জেলার শ্রীপুর। শ্রীপুর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি।এ অঞ্চলে প্রকৃতি অকৃপন হাত বিলিয়ে দিয়েছে অপরূপ নৈসর্গিক সৌন্দর্য। প্রকৃতির রত্ন ভান্ডার হিসাবে খ্যাত শ্রীপুর অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অফুরমত্ম সম্পদ আর সম্ভাবনা। বৃহত্তম গনগজারিবন, প্রত্নতাত্ত্বিক স্থান, নয়নাভিরাম খালবিল, আর বর্ণিল শ্রীপুরের নকশী কাথাঁর শ্রীপুর যেন এক নিপুন বুনন, মানচিত্রের বুকে তিলোত্তমা। গুরুত্বপূর্ণ
এমনই গুরুত্বপূর্ণ উপজেলা সদরে অবস্থিত শ্রীপুর পৌরসভা যা বাংলাদেশের প্রথম শ্রেণীর পৌরসভার মধ্যে একটি । কিন্তু দুঃখের বিষয় শ্রেণীতে প্রথম হলেও পরিবেশগত দিক দিয়ে পিছিয়ে আছে উক্ত পৌরসভা। সরেজমিনে দেখায় শ্রীপুর বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যহাসিক গরুর হাটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অপরিকল্পিত ময়লা আবজর্না। যা পচে গলে নস্ট করছে আশ পাশের পরিবেশ। বিগ্ন গঠছে ক্রেতা বিক্রেতাদের বেচাকেনা। উক্ত বর্জ্যের কারণে প্রায় আশপাশে অবস্থিত সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসহ নিকটতম আবাসিক এলাকার লোকজন চরম দুর্ভোগে নিমজ্জিত ।
এবিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সহঃ সভাপতি জনাব মোঃ হেলাল উদ্দিন বলেন উক্ত পরিবেশ দুষণ থেকে এলাকাবাসীসহ বাজারে ব্যবসায়ীদের কল্যাণে ময়লা আবর্জনা মুক্ত একটি পরিবেশবান্ধব বাজার উপহার দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি কামনা করছি।
Leave a Reply