স্টাফ রিপোর্টারঃ ০৪/০২/২০২১ সাম্প্রতিক কালে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট ভাটা ভাংচুর ও লাগামহীন জরিমানা করার প্রতিবাদে খুলনা বিভাগীয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির উদ্যোগে খুলনা বিভাগের ১০ টা জেলার ইট ভাটার মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরও নিজ নিজ জেলার সম্মানিত জেলা প্রশাসক এবং জেলা পরিবেশ অধিদপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। ২০/০১/২০২১ ইং তারিখে জনাব মোঃ আবু হাসান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত ১১ টি ইটভাটাকে সর্বমোট ৬৯ লক্ষ টাকা জরিমানা আদায় করাসহ ০৭ টি ইটভাটা স্কেভেটর দিয়ে ভেঙ্গে দেয়া হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন অত্র দপ্তরের সহকারী পরিচালক জনাব কমল কুমার বর্মন। এছাড়া উক্ত অভিযানে অত্র দপ্তরের উপ-পরিচালক জনাব মোহাম্মদ আতাউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে কুষ্টিয়া জেলার র্যা্ব-১২, কুষ্টিয়া জেলা পুলিশ বিভাগ এর সদস্যবৃন্দ।
Leave a Reply