পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
মোঃ গোলাম মোরশেদ
পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও কোনো প্রতিকার না পাওয়ায় শঙ্কায় দিন কাটাচ্ছে শিক্ষার্থীর পরিবার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, ঘটনার পরপরই তিনি উপজেলা নির্বাহী অফিসার ও থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, আনিছুর রহমান ও তার ছেলে সিয়াম হোসেন লাঠি হাতে বিদ্যালয়ের দশম শ্রেণির কক্ষে প্রবেশ করে ছাত্র একরামুল হোসেনকে টেনে বারান্দায় নিয়ে যান এবং সেখানে মারধর করেন। পরে শিক্ষকদের সহায়তায় একরামুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিভাবক আলীফ হোসেন বলেন, প্রায় ১৫ দিন হয়ে গেলেও এখনো আমার ছেলের বিচার পাইনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply