বরগুনা পাথরঘাটা উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি বাহিনীর ৫টি মোবাইল টিম মোট ৫০জন আনসান বাহিনী কাজ করছে। এ বছর পাথরঘাটা উপজেলায় মোট ৪৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
এসব মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি টিমে ১০ জন করে আনসার বাহিনীর সদস্যরা কাজ করবেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এক সুলতান জানান,পাথরঘাটায় পূজামণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের ৫টি টিমে মোট ৫০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা উপজেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে ২৪ ঘণ্টা নিরবিছিন্নভাবে দায়িত্ব পালন করবেন।
উপজেলা ট্রেনিং ইনসট্রাক্টর আনিসুজ্জামান বলেন শারদীয় দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি বাহিনীর ৫টি মোবাইল টিম শান্তি পূরনো ভবেসার্বক্ষণিক মাঠে কাজ করছে।
Leave a Reply