শিরোনাম :
শত বছরের পুরাতন পুকুর ভরাটে প্রশাসনের নীরবতা, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। আখাউড়ায় ৫৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার ঝিনাইদহ -০৪ আসনে কালীগঞ্জের মাটিতে অতিথি পাখির ঠাই নাই বললেন স্থানীয় নেতাকর্মী ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশ কর্তৃক ০৬ কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার। শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ: আমিনুল হক আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৪ বোতল বিদেশী মদ উদ্ধার; ০১ মাদক কারবারী গ্রেফতার: ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ধানের শীষের প্রার্থী মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা কাশিমপুর কারাগারে সাংবাদিক শিহাব উদ্দিনকে দেখতে গেলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল শ্রীপুরে রহস্যজনক এক নববধূর মৃত্যু। ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করার জন্য অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা

পাথরঘাটায় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসি আবুল বাশার সাহেবের মতবিনিময় সভা

এইচ এমএম ইব্রাহীম খলীল, স্টাফ রিপোর্টার,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩১৩ বার পঠিত

বরগুনা জেলা পাথরঘাটা উপজেলার প্রেসক্লাবে শুভাগমন ও সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন পাথরঘাটা উপজেলার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার সাহেব ও ( তদন্ত) সঞ্চয় কুমার মজুমদার।

আজ ১৭ জুন (বৃহস্পতিবার) দুপুর ১১ টার সময় পাথরঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন (ওসি) আবুল বাশার সাহেব ও তদন্ত অফিসার সঞ্চয় কুমার মজুমদার, এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়, মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি – চৌধুরী মোঃ ফারুক, সহ সভাপতি, দৈনিক মানবজমিনের প্রতিনিধি -মোঃ জাকির হোসেন, এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সংবাদ ও আমাদের কন্ঠের প্রতিনিধি – মোঃ জাফর ইকবাল, এছাড়াও উপস্থিত ছিলেন, যুগান্তরের প্রতিনিধি – চৌধুরী মোঃ মোস্তফা, প্রথম আলোর প্রতিনিধি – মোঃ আমিন সোহেল, শফিকুল ইসলাম খোকন, অমাল তালুকদার, খোকন কর্মকার প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তারা বক্তব্য রাখেন, তারা বলেন যে, আমরা সবসময় সমাজের বাস্তব চিত্র তুলে ধরে সঠিক সংবাদ আইনের কাছে তুলে ধরি এবং ভবিষ্যতেও ধরতে চাই, সাংবাদিকদের কাজ হলো সমাজের অন্যায় কে আইনের কাছে তুলে ধরা, তাই সাংবাদিক ও পুলিশের কাজ একই, আমাদের প্রেসক্লাব সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কাজ করেছে এবং ভবিষ্যতেও করে যাবে।
অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে ওসি আবুল বাশার সাহেব দেশ ও জাতির কল্যাণের উদ্দেশ্য বক্তব্য রাখেন, তিনি বলেন- সাংবাদিকরা সমাজের বিভিন্ন জায়গা থেকে সংবাদ অনুসন্ধান করেন ও আমাদেরকে অবগত করেন, তাই সাংবাদিক ও পুলিশের মধ্যে তেমন কোন তফাত নাই, আমরা উভয় মিলে এই পাথরঘাটা থেকে মাদক, চোরাচালান সহ সকল দূর্নীতি রুখে দিবো এবং পাথরঘাটা উপজেলায় ডায়রি করতে কোন ধরনের দালালের মুখে জনগণকে পড়তে হবে না, আমি যতদিন এই পাথরঘাটা উপজেলায় আছি ততদিন উপজেলা দালাল মুক্ত থাকবে, তাই আমার এই প্রচেষ্টাকে সামনে এগিয়ে নিতে সকল সাংবাদিকদের সাহায্য কামনা করছি, তিনি আরো বলেন- বর্তমানে পাথরঘাটা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে- আমি কথা দিলাম প্রত্যেকটি ইউনিয়নে সুষ্ঠু নির্বাচনের জন্য আমি আমার সকল চেষ্টা চালিয়ে যাবো।

সব শেষে অনুষ্ঠানের সভাপতি চৌধুরী মোঃ ফারুক সভাপতিত্ব করেন এবং পাথরঘাটা সহ দেশ ও কল্যাণের স্বার্থে পাথরঘাটা প্রেসক্লাব সবসময় কাজ করবেন বলে সকলকে আশাবাদী করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com