পিরোজপুর জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া গ্রামের মাহবুব আকনকে তারই প্রতিপক্ষ মোস্তফা আকন র্দীঘ দিন যাবত বিভিন্নভাবে হয়রানী করে আসছে । তারই ধারাবাহিকতায় গত সেপ্টেম্বরের ২৪ তারিখে তাদের মৃত্যু ভাইয়ের স্ত্রী তানিয়াকে দিয়ে পিরোজপুর আদালতে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে ।
মোস্তোফা আকন ও মাহবুব আকন এরা পিরোজপুর জেলার সদর উপজেলার চিথলিয়া গ্রামের আব্দুস সত্তার আকন ও রিজিয়া বেগম দম্পতির সন্তান । আর তানিয়া তাদের ভাই মৃত মহসীন আকনের স্ত্রী।
এলাকাবাসি ও বিভিন্ন সুত্র থেকে জানাযায়, মুলত মোস্তফা আকন মাহবুব আকনের ১৬ শতক ক্রয়কৃত জমি দখলে নেয়ার জন্য বিভিন্ন কলা কৌশল ও ফন্দি আকতে থাকে র্দীঘ দিন যাবৎ। কিন্তু তাতে ভাল ফল না হওয়ায় সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর মাহবুব আকনের নামে পিরোজপুর আদালতে একটি মামলা দায়ের করে মামলা নম্বর ৯২/২০২০ , এখানে বাদি করা হয়েছে বিধবা তানিয়াকে । মামলায় উল্লেখিত যে জমি ক্রয় করার কথা বলা হযেছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তা সম্পূর্নই মিথ্যা বলে খোজ খবর পাওয়াগেছে । যার খতিয়ান নং ২৯৮ বিএস দাগ নং ১৭৯৭ ও ১৭৯৯ । এবং আসামী মাহবুব আকন এর বক্তব্যও তাই ।
তানিয়ার কাছে জানতে চাওয়া হয় আপনার দেবর মাহবুব আকন আপনার ঘর তৈরির সময় কামলা রেখে টাকা খরচ করে ঘর তুলেদিয়েছে এমন কথা একালাবাসির কাছে জানতে পারলাম হ্যা ভাই ঘটনা সঠিক , মাহবুব আমাকে অনেক হেল্প করেছে স্বামী মারা যাওয়ার পরে ।
এবং পাড়েরহাটের নাসির এর দোকান থেকে বাকি সদায় দিয়েছে বছরের পর বছর এর উত্তরে তানিয়া স্বীকার করেন হ্যা আমার দেবর মাহবুব উপকার করেছে ।
তানিয়ার কাছে আরো জানতে চাওয়া হয় আপনার যদি জমি ক্রয় করা হয় তাহলে প্রমান দেখান এবং দলিল দেখান বা দলিল নাম্বার বলেন তিনি দলিল নেই বলে জানিয়ে দেন । এবং তিনি অকপটে স্বীকার করেন যে জমি মাহবুব আকনের ।
তার কাছে আরো জানতে চাওয়া হয় এতটাকা দিলেন তারকি কোন লিখিত প্রমান আছে । তানিয়া তার উত্তরে বলেন যে লিখিত কোন প্রমান নেই । তাহলে কেন মিথ্যা মামলা করলেন এই প্রশ্নের কোন সদোত্তর দিতে পারেননি । তানিয়া আরো বলেন ভাই এদের ভাই বোনের মধ্যে অনেক ঝামলো আছে ।
Leave a Reply