১লা মার্চ পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ উপলক্ষে পুলিশ লাইন্সে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে জেলা পুলিশ যশোরের পুস্পস্তবক অর্পণ।
আজ ১লা মার্চ পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ উপলক্ষে সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্সে যশোর জেলা হতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশের অভিভাবক জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়।
যশোর জেলা হতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে জেলা পুলিশের একটি চৌকস টিম গার্ড অব অনার প্রদান করে এবং তাদের স্বরণে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে।
এসময় উপস্থিত ছিলেন জনাব রেশমা শারমিন, পুলিশ সুপার, পিবিআই, যশোর মহোদয়, জনাব মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার, সিআইডি, যশোর মহোদয়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ যশোর , র্যাব-৬, যশোর প্রতিনিধি, কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের সদস্যবৃন্দ সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীগণ।
Leave a Reply