মো:রাকিব ইসলাম গাজীপুর বিশেষ প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন মাজুখান এলাকা থেকে ৯০ পিস ইয়াবাসহ ইমরান হোসেন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে শনিবার রাতে আটক করেছে পূবাইল থানা পুলিশ ।
আটককৃত ইমরান হোসেন শরীয়তপুর জেলার নড়িয়া থানার পাতাইল্লা কান্দি গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। বর্তমানে সে টঙ্গী পূর্ব থানার মধুমিতা এলাকার সিরাজ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া। পূবাইল থানার
সাব ইন্সপেক্টর মোঃ শওকত এমরান জানান, ৪০নং ওয়ার্ডের মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইমরান হোসেন নামে এক মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আসামীর বিরুদ্ধে তিনটি সি আর মামলা রয়েছে ।
Leave a Reply