০৪ মার্চ ২০২১ ইং
দৈনিক উপচার – শিরোনামেঃ নাম ধারী চাদাবাজ কথিত সংবাদিক দ্বারা হামলার স্বীকার ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সন্মেলন।
উত্তর বঙ্গপ্রতিদিন অললাইন পোর্টাল- শিরোনামেঃ কথিত সংবাদিক দ্বারা হামলার স্বীকার ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সন্মেলন।
বিবাদীগন যে সংবাদ সন্মেল করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন পূর্ব শত্রুতার জের ধরে বিবাদী ( ১) মোঃ জাবেদ আলী (৩৭) এবং ( ২ ) মোঃ আবেদ আলী ( ৩৩)
উভয় পিতা মৃত আব্দুল লতিফ সর্ব সং সাগরপাড়া, থানাঃ বোয়ালিয়া, মহানগর রাজশাহী আমার নামে মামলা দেয় যে ঘটনায় স্থানে আমি উপস্থাপনা ছিলাম না বা কোন প্রকার জরিত নাই। রাজপাড়া থানার মামলা নং ১৭ তারিখ ১৪ ফেব্রুয়ারী উক্ত মামলায় জড়িয়ে আমার নামে মিথ্যা কাল্পনিক মনগড়া সংবাদ সন্মেলন করেন।
আমি নিজেও যেহেতু সাংবাদিক সে সুবাদে আমার জানা আছে কোন ব্যক্তির সমন্ধে জিজ্ঞাস বা আমার বক্তব্য নাই নিয়ে
উত্তর বঙ্গপ্রতিদিন অললাইন প্রোর্টাল এবং দৈনিক উপচার – মাধ্যমে জানতে পাড়ি বিবাদিগন যে সংবাদ সন্মেলন করেছে তা সম্পূর্ণ মিথ্যা কারণ উক্ত মামলায় আমি কোন এজাহার ভূক্ত আসামী নয় বা কোন ভাবেই জড়িত নয়। নিউজ পোর্টালে আমার নিউজ প্রচার করা হয়েছে সেখানে আমার কোন বক্তব্য নেওয়া হয়নি এতে আমার মানসন্মান ক্ষুন্ন ও ভাবমূর্তি নষ্ট করেছে।
এখানে আমি জানতে চাই দৈনিক উপচার নিজেই নিউজ করেছেন শিরনাম – রাজশাহীতে ককটেল হামলাকারী দুই ভাইয়ের নাম প্রকাশ করলেন বি এন পি তারিখ ২১ জুলাই ২০১৮ ইং এবং এক্সপ্রেস টাইম ২৪ কম শিরনাম- রাসিক নির্বাচনে বি এন পি পথসভায় হাত বোমা বিস্ফোরণ ঃ সাংবাদিক সহ আহত (০৫) পাঁচ জন
আরো ভিন্নভিন্ন প্রতিকায় নিউজ হয় যা রাজশাহী মহনগর বাসি জানা আছে। বাদীর সাথে মাখামাখি ঘনিষ্ট সম্পর্ক থাকায় ওসি রাজপাড়া থানা মাহজাহরুল ইসলাম নাটকীয় মামলায় গ্রেফতার করেন জাতীয দৈনিক মাতৃজগত ফটো সাংবাদিক জাহিদ কে বিবাদি গন এসির সহযোগীতা নিয়ে মিথ্যা মামলা সহ যে কোন ধরনের আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে।
প্রতিবেদকের বক্তব্য : সংবাদটিতে স্থানীয় ভুক্তভোগীদের বক্তব্য, মামলার কপি, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে করা হয়েছে। এখানে কাউকে ছোট করার জন্য বা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদনটি করা হয়নি বা প্রতিবেদকের নিজস্ব মতামতের ভিত্তিতে করা হয়নি।
মোঃ মোজাম্মেল হোসেন বাবু
বীর মুক্তিযোদ্ধা সন্তান
স্টাফ রিপোর্ট
দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ
বাংলাদেশ ৬৪ জেলা সাংবাদিক ফাউন্ডেশন এর মেম্বরশিপ
০১৭০৪৪৮৪০৩
Leave a Reply