রাশেদুল হাসানঃ লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জে থানা,১৩ নং দিঘলী ইউনিয়ন বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিনয় পোদ্দার শিল্পালয় ব্যবসায়ীর দোকানে ১লা নভেস্বার সকাল আনুমানিক ০৮ ঘটিকার সময় স্বর্ণ বন্ধক দেওয়ার জন্য মহিলা কাস্টমার আসে।মহিলাটি দোকানে ঢোকার সাথে সাথে দিঘলী ইউনিয়নের চেয়ারম্যান শেখ মজিবুর রহমান ক্ষমতার অপব্যবহার করে প্রভাব খাটিয়ে বিনয় পোদ্দারের দোকানে তালা লাগিয়ে দেন বিনয় পোদ্দার নামে মিথ্যা অভিযোগ এনে বলে এই নারীর সাথে তোমার অবৈধ সম্পর্ক আছে।এই বিষয়ে চেয়ারম্যানের কাছে জানতে চাইলে যে আপনার কাছে কোন অভিযোগ বা কোন প্রমাণ আছে কিনা তিনি কোন প্রমাণ দেখাতে পারেন নাই চেয়ারম্যান বলেন আমাকে মানুষ ও মোবাইল ফোনে জানিয়েছে।বিনয় পোদ্দার সাথে কথা বললে তিনি বলেন দীর্ঘদিন থেকে চেয়ারম্যানের সাথে আমার জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে তাহারি ধারাবাহিকতায় চেয়ারম্যান এ কাজ করে।আমি একজন ব্যবসায়ী আমার দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে আর প্রকাশ্য দিবালোকে কেউ কি এসব আকাম করে।আমি এই বেইজ্জতির বিচার কার কাছে চাইবো আমি এর সুবিচার চাই এটা পূর্বপরিকল্পিত কারণ চেয়ারম্যান গত ০৭ দিন আগে একজনের কাছে বলেন পোদ্দার শিল্পালয় বন্ধ করে দিবে বিনয় পোদ্দারকে বাজার থেকে তাড়িয়ে দেবো তাই আমাকে তাড়ানোর জন্য আজকে তিনি কাজটি করেছেন আপনারা উপস্থিত লোকজনের ও সাক্ষীদের কাছ থেকে সত্যতা যাচাই করুন আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
Leave a Reply