শিরোনাম :
প্রেসক্লাব চিলমারী‘র কমিটি গঠন পূণরায় সভাপতি লিটু, সাধারন সম্পাদক ছাবেদ ও সাংগঠনিক সম্পাদক মিজান চিলমারীতে হেফাজতে ইসলামের কমিটি গঠন ধামইরহাটে পাবলিক স্টুডেন্টস এসোসিয়েশন কমিটি গঠন নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য গ্রেফতার কোটচাঁদপুরে আগুনে ৩টি দোকান ভস্মীভূত প্রায় ৫/৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই মুরাদনগরে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন মিরপুরের সাবেক ডিসি জসিমকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে রাজশাহীর গোদাগাড়ীতে ১৩৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ধামইরহাটে জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় কর্মশালা ধামইরহাটে স্কুল পর্যায়ে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব স্কুল প্রাঙ্গণ নিশ্চিতকরণের লক্ষ্যে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

প্রশাসনের দাসীনতায় অবহেলিত নেছারাবাদ উপজেলা পরিষদের শ্রদ্ধার্ঘ;

স্বরূপকাঠি প্রতিনিধি শেখর মজুমদার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৯৯ বার পঠিত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ কর্তৃক শ্রদ্ধা নিবেদন করা হয়নি শহীদ দিবসে। ২১ শে ফেব্রুয়ারি ২০২১ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে সারা দেশে যখন ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হলো, তখন নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও ইউএনও কর্তৃক শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য প্রদানই করা হয়নই। উপস্থিতই ছিলেন না উপজেলা চেয়ারম্যান আব্দুল হক ও ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়। ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান উপস্থিত ছিলেন তবে তিনি ইউএনও এর বাধার মুখে উপজেলা পরিষদের পক্ষে পুষ্প অর্পন করতে পারেননি।

সারাদিন পার হলেও উপজেলা পরিষদের পক্ষে কোন শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়নি। শহীদ দিবসের দিন সকাল ৯ টায় চেয়ারম্যান আব্দুল হক বলেন, আমি সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে থাকাতে আসতে পারিনি। তবে কেন শ্রদ্ধার্ঘ্য জানানো হয়নি পরে বলতে পারবো।

অপরদিকে ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয় ঢাকাতে থাকায় তাকে ফোনেও পাওয়া যায়নি।
ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান বলেন, উপজেলা পরিষদের সদস্য সচিব ইউএনও প্রথমে মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিমের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন, এরপর উপজেলা পরিষদের পক্ষে দেয়ার কথা থাকলেও না দিয়ে তিনি উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন এবং স্থান ত্যাগ করেন। আমি বললেও তিনি কর্নপাত করেননি এবং উপজেলা পরিষদের পক্ষে কোন শ্রদ্ধার্ঘ্য অর্পন করেননি, করতেও দেননি।”
এ বিষয়ে নেছারাবাদ(স্বরূপকাঠী) ইউএনও মোশাররফ হোসেন বলেন, “সকালে চেয়ারম্যান মহোদয় পুষ্প অর্পন করার কথা ছিলো তবে করেছেন কিনা আমার জানা নেই।”
শহীদ দিবসে উপজেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনে এরকম ইউএনও চেয়ারম্যান দ্বন্দ জনমনে নেতিবাচক প্রভাব ফেলবে মনে করেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com