
সাইফুল্লাহ নাসির,স্টাফ রিপোর্টারঃ বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের মানিকঝুড়ি গ্রামের সাবিনা (১৯) প্রেম করে বিয়ের বছর যেতে না যেতেই বাবার বাড়ীতে বসে গলায় কালো রংয়ের ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
স্হানীয় সূত্রে জানা যায়,মানিক ঝুড়ি এলাকার সানু হাওলাদারের পুত্র মোঃ বায়েজিদ (২২) এর সাথে একই গ্রামের জামাল মীরের মেয়ে সাবিনা (১৯) এর প্রেমের সর্ম্পকের সূত্রে বিবাহ হলেও গত বিবাহ হয়।স্বামী বেকার থাকায় বিবাহের পরে থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময়ই ঝগড়া ঝাটি হইতো। এ কারনে এলাকাবাসী মনে করছেন স্বামীর সাথে মান অভিমান করে সাবিনা আত্মহত্য করেছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় সাবিনা (১৯) ঘুম থেকে না ওঠায় তার মা রিমা বেগম (৪০) সাবিনাকে ডাকতে গিয়ে দেখে দোতালার আড়ার সাথে সাবিনা ঝুলে রয়েছে। সাবিনার মা রিমা বেগমের ডাকাডাকিতে বাড়ীর লোকজন এসে দেখে সাবিনার নিথর দেহ ঝুলে রয়েছে।
বাড়ীর লোকজন থানা পুলিশে খবর দিলে আমতলী থানা পুলিশ লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসে।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম জানান এ ঘটনায় থানায় অপমৃত্য্রু মামলা হয়েছে সাবিনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে ।
 
                                                
Leave a Reply