শিরোনাম :
“পুলিশের ওপর হামলা মামলার আসামি ইসলামি আন্দোলন বাংলাদেশ- চট্টগ্রাম শাখার এক নেতা। তাকে উক্ত মামলায় গ্রেফতার করা হলে, এর প্রতিবাদে চট্টগ্রামের পাঁচলাইশ থানা ঘিরে দিনভর বিক্ষোভ করে ‘ইসলামী আন্দোলন, বাংলাদেশের’ নেতাকর্মীরা আশুগঞ্জে ১৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিদায়ী সংবর্ধনা জানালেন, হরিণাকুণ্ডুর মুক্তিযোদ্ধা কমাণ্ডার চোর সন্দেহে যুবককে হত্যা চেষ্টা হারুয়ালছড়িতে বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ ঝিনাইদহে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার- সার,বীজ উদ্ধারের নাটক সাজানোর অভিযোগে তোলপাড়- মির্জাপুর গোলাপী হত্যা মামলায় স্বামী আব্দুল কাদের শশুর বাড়ী থেকে গ্রেপ্তার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল রাজশাহী মডেল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ইমদাদুল, সম্পাদক হিরো জামায়াতকে আমরা ১৯৭১ সালেই দেখেছি, নতুন করে দেখার কিছু নেই – আমিনুল হক

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের মিছিল, আটজন আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পঠিত

রিপোর্টার দিদার আলম চট্রগ্রাম
তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৫ ইং, সময়: বিকাল ২টা ৪৫ মিনিট

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের বিপরীতে ডেবার দক্ষিণ পাড় গলির মুখে সড়কের উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় ৩৫/৪০ জন নেতা-কর্মী সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করে।

সংবাদ পেয়ে টহল ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্স ও অভিযান টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত অভিযান পরিচালনা করে মিছিল থেকে আটজনকে আটক করা হয়। আটককৃতরা হলো—

১. ছালে মোঃ জাফর প্রঃ সানজিদ (২০)
পিতা: ছালেহ আহমদ, মাতা: ফরিদা বেগম, সাং: মোগলটুলী, থানা: ডবলমুরিং, চট্টগ্রাম।

২. বাহারুল হোসেন রকি (২৫)
পিতা: মজিবুর রহমান, মাতা: মমতাজ বেগম, সাং: সুবিদপুর, থানা: ফরিদগঞ্জ, চাঁদপুর। বর্তমানে: মুহুরীপাড়া, এনএইচ ভবন, ডবলমুরিং, চট্টগ্রাম।

৩. মোঃ পিয়াস (২৮)
পিতা: মোঃ ইলিয়াস, মাতা: পান্না বেগম, সাং: সোহাগী বাজার, থানা: ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। বর্তমানে: মোগলটুলী, ইয়াছিন গলির সামনে, ডবলমুরিং, চট্টগ্রাম।

৪. মোঃ আল আমিন শেখ (৩৬)
পিতা: লুৎফর রহমান, মাতা: আম্বিয়া বেগম, সাং: ফকিরহাট, গোপালগঞ্জ। বর্তমানে: হাজীপাড়া, ইছহাক চেয়ারম্যান বাড়ী সংলগ্ন, ডবলমুরিং, চট্টগ্রাম।

৫. মোঃ আমির হোসেন বাচ্চু (৪০)
পিতা: মৃত জয়নাল আবেদীন, মাতা: হোসনে আরা বেগম, সাং: কুতুবপুর, বেগমগঞ্জ, নোয়াখালী। বর্তমানে: মামা-ভাগিনা বিল্ডিং, ডবলমুরিং, চট্টগ্রাম।

৬. মোঃ রাব্বী (২২)
পিতা: মোঃ এস্কান্দার, মাতা: সিরাতুল নূর, সাং: ছোটপোল, হালিশহর, চট্টগ্রাম।

৭. মোঃ মহসীন (২৮)
পিতা: মোঃ হানিফ, মাতা: মনোয়ারা বেগম, সাং: বালাশপুর, লক্ষ্মীপুর সদর। বর্তমানে: পোর্ট কলোনী, চট্টগ্রাম।

৮. মোঃ মহসিন পাটোয়ারী (৪৮)
পিতা: মৃত ছিদ্দিকুর রহমান পাটোয়ারী, মাতা: হাছু বেগম, সাং: পোর্ট কলোনী, চট্টগ্রাম।

উক্ত আসামিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠনের সক্রিয় সদস্য। তারা বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করে সরকার উৎখাতের পরিকল্পনা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুক্ত করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল করছিল।

এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মামলা নং-১০, তারিখঃ ১১/০৯/২০২৫ ইং সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ধারা ৬(১)/৮/৯/১০/১৩ অনুযায়ী দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com