ব্রামণবাড়ীয়া জেলার, বাঞ্ছারামপুর উপজেলার ৯নং ফরদাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাসির আশ্রয়স্থল, অসহায় মানুষের সুখ দুঃখের সাথী, প্রতিটা মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যার সহায়তার স্পর্শ হয়েছে। ৯নং ফরদাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাসির সেবা করার জন্য, আসন্ন ৯নং ফরদাবাদ ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ডের নির্বাচনে, মেম্বার পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশি, মোঃ মাজেদুল ইসলাম মিন্টুকে।
ফরদাবাদ ইউনিয়ন শাখার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের, সাংগঠনিক সম্পাদক মনোনীত, করায়।
ব্রামণবাড়ীয়া জেলা, ৬ আসনের মাননীয় সংসদ সদস্য
বাঞ্ছারামপুর উপজেলার সত আদর্শবান মাঁটি ও মানুষের আশ্রয়স্থল প্রিয় নেতা, ক্যাপ্টেন অবঃ এ বি তাজুল ইসলাম, তাজ এমপি মহোদয়।
বাঞ্ছারামপুর উপজেলার, স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সফল সভাপতি জনাব মোঃ মাহমুদুল হাসান ভূইয়া, সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ আল-আমিন। ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সফল সভাপতি ডাঃ মোঃ এম এম আর মাসুদ। সাধারণ সম্পাদক মোঃ মাইফুল ইসলাম। সহ, বাঞ্ছারামপুর উপজেলা ও ফরদাবাদ ইউনিয়নের সকল অংঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সকলের নিকট দোয়া কামনা করেছেন। আসন্ন ৯নং ফরদাবাদ ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ডের নির্বাচনে, মেম্বার পদপ্রার্থী জনাব মোঃ মাজেদুল ইসলাম মিন্টু।
মোঃ মাজেদুল ইসলাম মিন্টু, যখন থেকে তিনি বুঝতে শিখেছেন তখন থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে নিজেকে তৈরি করছেন প্রতিনিয়ত, রিদয়ে ধারন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ।
মোঃ মাজেদুল ইসলাম মিন্টু, উনার ইমেজের ভেতর খুঁজে পাওয়া যায়, ৯নং ফরদাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মা মাঁটির গন্ধ। উনার বিশেষ গুণ হল সদা মিষ্টিভাষী, বিনয়ী ও সত্যবাদি যার সততা, নিষ্ঠা, ও আদর্শ ৯নং ফরদাবাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ডবাসিকে করেছে মুগ্ধ। তিনি কখনো কোনো প্রয়োজনে মিথ্যেকে আশ্রয়দেননা।
মোঃ মাজেদুল ইসলাম মিন্টু, যার মানবিক সত্তাকে অহংকারী করেনি বরং করেছে অতি মানবিক। জীবন তাকে নিয়ে গেছে, বাঞ্ছারামপুর উপজেলার ৯নং ফরদাবাদ ইউনিয়নের, ৬নং ওয়ার্ডের গরীব দুঃখি সাধারণ মানুষের গভীরে, জীবনের কাছাকাছি।
মোঃ মাজেদুল ইসলাম মিন্টু, নিজের চাওয়ার পাওয়া, নিজের কষ্টের বিষয়টি কখনোই কাউকে বুঝতে দেন না। ক্ষমতা, বা পদ বিমুখ এই মানুষটি কখনো নিজের না পাওয়া কষ্টগুলো কাউকে বুঝতেও দেননা।
বাঞ্ছারামপুর উপজেলার ৯নং ফরদাবাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ডবাসিকে নিজের বুক দিয়ে আগলে রেখেছেন।
মোঃ মাজেদুল ইসলাম মিন্টু, ব্রামণবাড়ীয়া জেলার, বাঞ্ছারামপুর উপজেলার, ৯নং ফরদাবাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ডবাসির কাছে, আসন্ন ৯নং ফরদাবাদ ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ডের নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে ৯নং ফরদাবাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ডবাসির দোয়া ও সমর্থন চেয়েছেন।
Leave a Reply