
সাখাওয়াত ভ্রাম্যমান প্রতিনিধি ফরিদগঞ্জ (চাঁদপুর) :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদের সমর্থনে ফরিদগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে হাজারো নারী-পুরুষের উপস্থিতিতে এক বিশাল উঠান বৈঠক, ৩১ দফা লিফলেট বিতরণ এবং বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী লায়ন মোঃ হারুনুর রশিদ বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বৃহত্তর জাতীয় ঐক্য গঠন ও নিরাপদ বাংলাদেশ নির্মাণের নির্বাচন। গত তিনটি জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার যে বেদনা—এ নির্বাচনে আমরা সেই পরিসমাপ্তি ঘটাবো। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম ও শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে আমরা একটি সমঅধিকারভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
তিনি আরো বলেন,
“সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদেরকে অতীতে ফ্যাসিস্ট সরকার বারবার ব্যবহার করেছে, কিন্তু প্রকৃত উন্নয়ন বা কল্যাণমূলক কিছু করেনি। অথচ বিএনপি ক্ষমতায় থাকাকালে সর্বোচ্চ সহযোগিতা ও সুরক্ষা দিয়েছে। ফরিদগঞ্জে দুই যুগ ধরে আমরা সনাতন ধর্মাবলম্বীসহ সব মানুষের পাশে থেকেছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।”
ধানের শীষ নিয়ে জনসমর্থনের বিস্তার প্রসঙ্গে তিনি বলেন,
“উঠান বৈঠকের শুরুতে মা-বোনদের সঙ্গে কথা বলে বুঝেছি—ধানের শীষ তাদের ভালোবাসার প্রতীক। বিএনপি ছাড়া অন্য কোনো প্রতীকের প্রতি ফরিদগঞ্জবাসীর আস্থা ছিল না, ভবিষ্যতেও থাকবে না।”
তিনি আরও বলেন,
“এশিয়ার বৃহত্তম গণতান্ত্রিক দল বিএনপি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের দল। সুতরাং কোনো প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাই।”
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ পৌর বিএনপির অন্যতম অভিভাবক ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী এবং পরিচালনা করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান।
এসময় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল কম্পানি, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সৌদি প্রবাসী ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শরিফ হোসেন খান, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জসিম উদ্দিন স্বপন, পৌর বিএনপি নেতা রফিকুল ইসলাম পাটওয়ারী, মজিবুর রহমান মজিব, মোখলেছুর রহমান ভুট্টু পাঠান, ইকবাল হোসেন পাটওয়ারী, সেলিম মাহমুদ রাঢ়ী, এমএ টুটুল পাটওয়ারী, হারুনুর রশিদ পাঠান, মোহাম্মদ আলী মৃধা, পেয়ার আহমেদ গাজী, জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সবুর পাটওয়ারী রুবেল, মহিলা দলের অ্যাডভোকেট রোকেয়া বেগম শেফালী, শারমিন করিম, মাহমুদা বেগম পারুল, গোলাপ শেখ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন—বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, তাজুল কমিশনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক পাটওয়ারী, আরিফ পাটওয়ারী, আব্দুল হাই, ওসমান শেখ, যুবদল নেতা মশিউর রহমান রিপন, রাজু আহমেদ পাটওয়ারী, উসমান পাটওয়ারী, কোমল দাস, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন, সাইফুল ইসলাম সুমন, আব্দুল গাফ্ফার, মহসিন ক্বারী, সাখাওয়াত হোসেন, মনির হোসেন, মহিলা দলের ফরিদা পারভীন, কুসুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।
Leave a Reply