স্টাফ রিপোর্টারঃ বগুড়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত ১৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আমিন আল মেহেদী।
চতুর্থ ধাপে অনুষ্ঠিয় বগুড়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে, প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন বগুড়া ১৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোঃ আমিন আল মেহেদী।
১লা ফেব্রুয়ারি ২১ইং সোমবার, স্থানীয় সমর্থক ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বেলা ৩টায় কাউন্সিলর পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আমিন আল মেহেদী জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।
সকাল থেকে উৎসবমুখর জনবহুল পরিবেশ বিরাজ করছিলো জেলা নির্বাচন কমিশন কার্যালয় প্রাঙ্গণে।
বগুড়া পৌরসভার ১৬নং ওয়ার্ডে এবার ভোটার সংখ্যা প্রায় ১১ হাজার। বগুড়া শহরের নিশিন্দারা এলাকার এই কৃতি সন্তান দীর্ঘদিন যাবৎ ধরেই ওয়ার্ডের সর্বস্তরের মানুষের পাশে থেকে নানান ধরনের সেবা দিয়ে আসছেন। আওয়ামী পরিবারের ত্যাগি ও পরিশ্রমী এই মানুষটি এবারই প্রথমবারের মতো ১৬নং ওয়ার্ডের অবকাঠামো তৈরি, উন্নয়ন মূলক কাজ এবং সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা দিতেই করবেন কাউন্সিলর পদে নির্বাচন। সৎ পরিশ্রমী ও নিষ্ঠাবান হওয়ায় মিলেছে দলীয় মনোনয়ন।
আমিন আল মেহেদী দীর্ঘদিন যাবত ১৬নং ওয়ার্ডের নানা ধরনের উন্নয়ন মূলক কাজে বিপদে আপদে সাধারণ মানুষের পাশে থেকেছেন। করোনা কালীন সময়ে দুস্থ মানুষের মুখে তুলে দিয়েছেন অন্ন, শীতার্ত মানুষের হাতে তুলে দিয়েছেন শীত বস্ত্র। এছাড়াও সামাজিক উন্নয়ন মূলক কাজে তার ভূমিকা ছিলো বেশ চোখে পড়ার মতো।
Leave a Reply