বগুড়ার শেরপুরে বাসের চাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। রোববার (২২ নভেম্বর) দুপুর অনুমানিক ১টার দিকে মহাসড়কের শেরপুরের ধুনকুন্ডি আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বগুড়া শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন জানান, চান্দাইকোনামুখী একটি অটোভ্যানকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরো ৩ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন-বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকপাহাড়ী গ্রামের আলহাজ্ব মোল্লা হাজীর ছেলে আব্দুল হাই (৬০), একই গ্রামের ইসাহাক আলীর ছেলে আল আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে শাহ সুলতান (৯)। এ ব্যাপারে বগুড়া শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ভ্যানকে চাপা দিয়ে বাস চলে যাওয়া তা আটক করা সম্ভব হয়নি। নিহতদের লাশ তাদের স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply