বগুড়ায় র্যাবের অভিযানে ১৯০০ পিস ইয়াবাসহ জুয়েল রানা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দুপুর ৩ টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার বনানী বাজারের একটি খাবার হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। সে দিনাজপুরের পার্বতীপুর থানার তাজনগরের মৃত মনজুরুলের ছেলে। সন্ধ্যায় র্যাবের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বনানী বাজার এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে।
তখন তাদের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে র্যাব ১৯০০ পিস ইয়াবাসহ জুয়েল রানা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২ টি মোবাইল, ২ টি সীমকার্ড ও নগদ ৩০০ টাকা উদ্ধার করা হয়। র্যাব ১২ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শাজাহানপুর থানায় প্রেরণ করা হয়েছে।
Leave a Reply