শিরোনাম :
চলো যায় পদ্মা বাঁচাই ,পদ্মার পানি বণ্টনের দাবিতে শিবগঞ্জে বি এন পি আয়োজনে বিশাল সমাবেশ ময়মনসিংহে শিয়ালের আক্রমণে নারী ও পুরুষ সহ আহত ২০ জন । পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনকে প্রার্থী না করায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ রিটা রহমানকে বিএনপির নমিনেশনের দাবিতে রংপুরে বিক্ষোভ হঠাৎ রেল লাইনের উপর ভেঙ্গে পড়ল ট্রেনের যন্ত্রাংশ , পাথরের আঘাতে আহত গেটম‍্যান ও পথচারীরা আটঘরিয়ায় পাটবীজ উৎপাদনকারি চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত সানজিদা ইসলাম তুলি: এক সাহসী বোনের আন্দোলন, এক জাতির বিবেকের জাগরণ শত বছরের পুরাতন পুকুর ভরাটে প্রশাসনের নীরবতা, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। আখাউড়ায় ৫৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার ঝিনাইদহ -০৪ আসনে কালীগঞ্জের মাটিতে অতিথি পাখির ঠাই নাই বললেন স্থানীয় নেতাকর্মী

বগুড়ায় সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের ঝাল বেড়েছে চারগুণ

মুহাম্মদ মতিন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৯৬১ বার পঠিত

বগুড়ার নন্দীগ্রামে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে প্রায় চারগুণ। গত মঙ্গলবার নন্দীগ্রাম হাটে যে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৫০-৬০ টাকা কেজি। আজ ১০ আগস্ট মঙ্গলবার তা বিক্রি হচ্ছে প্রায় ২০০ টাকা কেজি। কাঁচা মরিচের ঝাল বাড়ায় সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে। আর বিক্রেতারা বলছে আড়তে মরিচ বেশি দামে কিনতে হয়েছে। তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বৃন্দি মরিচ বিক্রি হচ্ছে ১৭০-১৮০টাকা ও অন্যান্য মরিচ ১৬০ টাকা। এছাড়া বাজারে সব ধরনের সবজির দাম গত সপ্তাহের মতোই রয়েছে। প্রতি কেজি পটোল ২০-৩০ টাকা, করলা ৫০-৫৫ টাকা, কাঁকরোল ২০-২৫ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, ঝিঙে ৩০-৩৫ টাকা, ও ঢ্যাঁড়স ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।
নন্দীগ্রাম হাটের সবজি বিক্রেতা আলম সরকার বলেন, আমরা কাঁচা মরিচ ও সবজিগুলো আশেপাশের এলাকা থেকে কিনে আনি। ওইসব এলাকায় কাঁচা মরিচ কিনতে হয়েছে বাড়তি দামে। এজন্য আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বেশি দামে কেনার কারণ হিসেবে তিনি বলেন, টানা বৃষ্টিতে মরিচের গাছ নষ্ট হয়ে গেছে। এজন্য আড়তে মরিচ খুব কম পাওয়া যাচ্ছে। বাজারে সবজি কিনতে আসা রমজান আলী বলেন, বাজারে তরিতরকারির দাম স্বাভাবিক থাকলেও কাঁচা মরিচের দাম খুব বেশি। দাম বেশি নিলেও দেখার কেউ নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com