বগুড়া র্যাব-১২, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার রাত ৯টার দিকে বগুড়া জেলার আদমদিঘী বাজারের সুইট লাইফ কফি হাউসে অভিযান পরিচালনা করে, কতিপয় ব্যক্তি প্রকাশ্যে জুয়া খেলার সময় ১৭,০০০ (সতেরো হাজার টাকা) ৫ টি মোবাইল ও ৭ টি সিম কার্ড-সহ ৫ জুয়াড়ি কে গ্রেফতার করে র্যাব-১২। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রুহুল আমিন (২২) পিতা- মোঃ নুর ইসলাম, সাং-কুসুম্বী (পূর্বপাড়া), রনি (২৫) পিতা-মোঃ আঃ রশিদ সাং-ডুমরিগ্রাম (স্কুল মাঠ) মোঃ নাঈম হোসেন (২৫) পিতা- মোঃ আঃ জলিল, সাং- কুসুম্বী (সোনারপাড়া), উভয়ের থানা- আদমদিঘী জেলা- বগুড়া। মোঃ রাহাত বাবু (২৮) পিতা-রঞ্জু সরদার, সাং-নারহট্ট (সরদার পাড়া) থানা- কাহালু জেলা- বগুড়া এবং মোঃ মমিনুল হক (২১) পিতা- আমানুল হক, সাং-কয়া ভবানীপুর (মন্ডল পাড়া), থানা-বদলগাছি ও জেলা-নওগাঁ। গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার আদমদিঘী থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply