বগুড়া পৌরসভা নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১১৩ টি কেন্দ্রের মধ্যে সবক’টি কেন্দ্রের বেসরকারী ফলাফলে ৮২ হাজার ২১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৫৬ হাজার ৯০ ভোট। আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ওবায়দুল হাসান ববি নৌকা পেয়েছেন ২০ হাজার ৮৯ ভোট।
ধানের শীষ ৮২,২১৭ ভোট।
জগ পেয়েছে ৫৬,০৯০ ভোট।
নৌকা পেয়েছে ২০,০৮৯ ভোট।
হাতপাখা পেয়েছে ৬,০৯০ ভোট।
বগুড়া পৌরসভা নির্বাচনে বেসরকারী ফলাফলে
কাউন্সিলর হলেন যারা-
১নং ওয়ার্ডে (বিএনপি) শাহ্ মো: মেহেদী হাসান হিমু,
২নং ওয়ার্ড (বিএনপি) তৌহিদুল ইসলাম বিটু,
৩নং ওয়ার্ড (আওয়ামীলীগ) কবিরাজ তরুন কুমার চক্রবর্তী,
৪নং ওয়ার্ডে (স্বতন্ত্র) মতিন সরকার,
৫নং ওয়ার্ডে (আওয়ামীলীগ) রেজাউল করিম ডাব্লুউ,
৬নং ওয়ার্ডে (বিএনপি) পরিমল চন্দ্র দাস,
৭নং ওয়ার্ডে (বিএনপি) দেলোয়ার হোসেন পশারী হিরু,
৮নং ওয়ার্ডে (জামায়াত) এরশাদুল বারী এরশাদ,
৯নং ওয়ার্ডে (আওয়ামীলীগ) আলহাজ শেখ,
১০নং ওয়ার্ডে (আওয়ামীগ) আরিফুর রহমান আরিফ,
১১নং ওয়ার্ডে (স্বতন্ত্র) সিপার আল বখতিয়ার,
১২নং ওয়ার্ডে (বিএনপি) এনামুল হক সুমন,
১৩নং (আওয়ামীলীগ) আল মামুন,
১৪নং ওয়ার্ডে (আওয়ামীলীগ) এম আর ইসলাম রফিক,
১৫নং ওয়ার্ডে (স্বতন্ত্র) আমিনুর ইসলাম,
১৬নং ওয়ার্ডে (আওয়ামীলীগ) আমীন আল মেহেদী,
১৭নং ওয়ার্ডে (জামায়াত) ইকবাল হোসেন রাজু,
১৮নং ওয়ার্ডে রাজু হোসেন পাইকার,
১৯নং ওয়ার্ডে (আওয়ামীলীগ) লুৎফর রহমান মিন্টু,
২০নং ওয়ার্ডে (বিএনপি) রোস্তম আলী,
২১নং ওয়ার্ডে (জামায়াত) রুহুল কুদ্দুস ডিলু।
Leave a Reply