বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের চক দেউলী গ্রামের মধ্যে একটি পুকুর খনন করা হচ্ছে। এতে করে ঝুঁকিতে রয়েছে আশে পাশের আবাদি জমি ও গ্রামের এক মাত্র চলাচলের রাস্তা। গত (১৭ ডিসেম্বর) রোজঃ বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, চক দেউলী গ্রামের লিয়াকৎ আলী মাস্টারের জমির মাটি কিনে নেয় এম জি সি ভাটার সর্দার মিলন। যা ইঞ্জিনচালিত এক্সকেভেটর দিয়ে জমি থেকে ইচ্ছামতো ১৫ ফুট গভীর করে পুকুর খননের কাজ চলছে। একের পর এক ৫/৭ টি ট্রাকে করে মাটি ইট ভাটায় দেওয়ায় বিপাকে পড়েছে কয়েকটি গ্রামের সাধারন জনগন।
এলাকার ভুক্ত ভুগি জনগন জানান, পুকুর খনন করায় ড্রাম ট্রাক চলাচলে জনজীবন অতিষ্ঠ ও ভালো রাস্তাঘাট গুলো ভেঙে যাচ্ছে খুব তাড়াতাড়ি ও আশে-পাশের জমির জন্য ঝুঁকি তৈরি হয়েছে। এ বিষয়ে দেউলী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রধান বলেন জনগণের স্বার্থে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেটা করলে আমার জনগণের সুবিধা হবে সেই পদক্ষেপ জরুরি ভাবে কার্যকর করা হোক। এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার আলমগীর কবির জানান, অবৈধ ভাবে পুকুর খনন কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply