বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে আন্তঃউপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিপুল দর্শকের প্রতিযোগিতা উপভোগের পর অংশ গ্রহনকারী দু দলের খেলোয়াড়দের পুরুষ্কার বিতরন করা হয়।
০৫/০৩/২০২১ ইং শুক্রবার বিকেল ৪ঃ০০ টায় বিশালপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে বিশালপুর উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃউপজেলা বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহন করে শেরপুর উপজেলার ড্রিম ইলেভেন ফুটবল ক্লাব বনাম তাড়াশ উপজেলার রোকনপুর একাদশ ফুটবল ক্লাব।
শেরপুরের ড্রিম ইলেভেন দল ১-০ গোলে জয়লাভ করে।
খেলা শেষে সন্ধ্যায় বিশালপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগ নেতা মোঃ আবু সাঈমের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের সন্মানিত উদ্ভোধক, মোঃ শহিদুল ইসলাম অফিসার ইনচার্জ শেরপুর থানা, বিশেষ অতিথি শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড আলহাজ গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড ইলিয়াস উদ্দিন, মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা রইস উদ্দিন, হাফিজার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান আলী সাজা, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, বগুড়া জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান আশিক, শেরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সানি,জেসমিন আক্তার, আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন, গোলাম মোস্তফা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পরে রাত ৮ টায় বাউল গানের অনুষ্ঠান হয়।
Leave a Reply