বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ার ১২ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার প্রায় সাত হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ শুর করেছে সংসদ সদস্য আলহাজ্ব মো. মহিব্বুর রহমান। রোববার উপজেলার ডালবুগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়। ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হায়দার ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মহিব্বুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারনে কলাপাড়ায় একেরপর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই শীতে যাতে কোন মানু্ষ কষ্ট না পায় তাই প্রধানমন্ত্রীর নির্দেশে শীতের শুরুতেই প্রত্যন্ত এলাকায় শীতবস্ত্র ও কম্বল পৌছে দেয়া হচ্ছে। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃমোতালেব তালুকদার, সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ দেলওয়ার হোসেন তরিকুল ইসলাম মৃর্ধা।
Leave a Reply