কলাপাড়ার ডালবুগঞ্জ ইউপি উপ-নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা আওয়ামী লীগের অফিসে হামলা ভাংচুর ও শ্রমিক লীগ নেতাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার রাত ৬.টার দিকে স্থানীয় বিএনপির যুবদলের থানা সদস্য রেদওয়ান কাজীর নেতৃত্বে।
আবু কালাম কাজী,শহীদুল কাজী,নুর ইসলাম মৃধা, ফয়সাল,নিজাম, জহিরুল, আনোয়ার হাওলাদার সহ অনেক আঙ্গাত ব্যাক্তিরা এ হামলা চালায়। এসময়ে সাবেক শ্রমিক লীগ নেতা আবুবক্কার, রাসেল ছাএলীগ নেতা,মাহতাব শিকদার কে বেধড়ক মারধর করে। বরকুতিয়া যুবলীগ অফিসে থাকা বঙ্গবন্ধুর ছবি ওবায়দুল কাদের ছবি ও স্থানীয় সংসদ সদস্যের ছবি ছিঁড়ে ফেলে এবং অফিসে থাকা চেয়ার টেবিল ভেঙে ফেলে ১ঘন্টার বেশি হামলা পাল্টা হামলা চলে।মহিপুর থানা পুলিশ এসে পরিবেশ সান্ত করে।
এই বিষয়ে শ্রমিক লীগ নেতা আবুবকর বলেন,স্থানীয় যুবলীগ নেতা কর্মীরা নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচছা বিনিময় করতে গেলে, এই সুযোগে যুবলীগ অফিসের সামনে এসে। রেদওয়ান কাজী আমাকে গালাগালি শুরু করে আর বলে নৌকা মার্কার ভোট চাও এই বলে তার আত্মীয় স্বজনরা আমার উপরে হামলা করে আমি প্রান বাঁচাতে যুবলীগ অফিসে ডুকলে তারা অফিস ভাংচুর করে।
এই বিষয় বিএনপি নেতা রেদওয়ান কাজীর মোবাইলে একাধিক বার কল দিলে বন্ধ পাওয়া যায় তাই তার বক্তব্য নেওয়া হয়নি।
Leave a Reply