জাকির হোসেন, স্টাফ রিপোর্টার:কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পূনর্বাসনের প্রকল্প হাতে নিয়েছে। উত্তর বঙ্গের কুড়িগ্রাম এবং নীলফামারিতে ১৫ টি পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী, ২ মাসের প্রয়োজনীয় বাজার সামগ্রী এবং সাথে নগদ অর্থ প্রদান করেছে।
এছাড়াও দক্ষিণ বঙ্গের ফেনি, নোয়াখালী, কুমিল্লা এবং লক্ষীপুরের ৩৫ টি পরিবারের পূনর্বাসনের কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে। ফাউন্ডেশনটি জানিয়েছে লালমনিরহাট এবং শেরপুরের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেও খুব দ্রুত ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করা হবে।
উল্লেখ্য; কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সারাদেশে বিভিন্ন সমজাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশুদ্ধ পানি সরবারাহ, শীতবস্ত্র বিতরণ, দরিদ্র মেধাবীদের উপবৃত্তি প্রদান, কর্মসংস্থান সৃষ্টি করা সহ নানাবিধ প্রকল্প পরিচালনা করে আসছে।
Leave a Reply