বরগুনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৭জনকে কুপিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীরা। সকাল অনুমান ১০.৩০ টার দিকে উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের, ফুলঢলুয়া গ্রামের ফুলঢলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, জমির মালিক জাফর মীর গংদের সাথে প্রতিবেশী ভূমিদস্যু সুলতান খা, শুক্কুর হাওলাদার, কালাম হাওলাদার, আলমগীর, আব্দুর রশিদ খান, বেল্লাল মীর, মমিন উদ্দিন, আফজাল, জাহাঙ্গীর,হালিম মীর, সেলিম মীর ময়না বেগম, নুরজাহান বেগম, লাইলী, ফেরদৌসী, নিপু, মাজেদা, রোকেয়া,রুমানা, বিলকিস, ইসমাইল, জামাল, অরুনা, সুলতান খা, দের সাথে কিছু দিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে।
অভিযুক্তরা ও তার ভাড়াটে সন্ত্রাসীরা কবলা জমির মালিক জাফর মীর গং দের ৫০বছরের মালিকীয় দখলীয় জমি জবর দখলের চেষ্টা চালায়। জমিতে রোপনকৃত ধান কেটে নিলে জমির মালিক পক্ষ জাফর গংরা গতকাল ১৩ ডিসেম্বর বরগুনা সদর থানায় মামলা করে। মামলার সংবাদ জানতে পেরে অভিযুক্তরা উক্ত জমিতে পুনরায় ধান কাটতে গেলে জাফর গংরা বাধা দেয়। অভিযুক্তরা উত্তেজিত হয়ে বকুল নেছা, রাসেল মীর, জলিল মীর, দুলাল, আনোয়ার হোসেন, লতিফ, দের কে রামদা, ছেনা, দা, লোহার রড, লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের কে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন । এ ব্যাপারে ভুক্তভোগী জাফর মীর বাদি হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫/৬জনকে আসামি করে বরগুনা সদর থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছাড়া। বরগুনা সদর থানার (ওসি) কেএম তারিকুল ইসলাম জানান থানায় মামলা হয়েছে ৪জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ হয়েছে।
Leave a Reply