বরগুনায় পারিবারিক কলহের জেরে নিপা (৩০) নামের এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন স্বামী। ঘটনাটি ঘটেছে- গতকাল বৃহস্পতিবার দুপুরে বরগুনা সদরের ক্রোক সুইজ এলাকায়। এই ঘটনায় আগুনে ওই গৃহবধূর মুখমণ্ডল ঝলসে গেছে। গৃহবধূর স্বজনেরা তাকে উদ্ধার করে বরগুনা হাসপাতালে ভর্তি করছে। গৃহবধূর স্বজনরা জানান, স্বামী হিমু বরগুনা শহরে পোশাক তৈরির কাজ করে।
সম্প্রতি তিনি শ্যালকের স্ত্রীকে বিয়ে করেন। এ নিয়ে নিপার সাথে পারিবারিক দ্বন্দ্বের সৃষ্টি হলে উভয়পক্ষ বরগুনা নারী শিশু আদালতে মামলা করে। স্বামী হিমু তার আগের স্ত্রী নিপাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। গতকাল দুপুরে এ নিয়ে উভয়ের সাথে তর্ক হলে একপর্যায়ে নিপার শরীরে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয় হিমু। পরবর্তীতে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
Leave a Reply