০৫ মার্চ ২০২১ ইং
বাহাদুর চৌধুরী ৬৪ জেলা সাংবাদিক ফাউন্ডেশন পক্ষে বলেন
বর্তমানে বাংলাদেশে শতশত অনলাইন পত্রিকা কুচক্র মহল এরা চালাচ্ছে দালালি ও প্রতারণার পেশা হিসাবে ফেসবুকের মাধ্যমে,যাহা গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। যেই কোন পত্রিকা হোক না কেন,,বা যেকোনো মিডিয়াই হোক না কেন, বা যে কোন টিভি চ্যানেলে হোক না কেন, তাদের কাজ হলো দেশ ও জাতির স্বার্থে লেখা ও প্রচার করা,, দালালি করা নয়। আজ আপনারা যাদের দালালি করছেন খোঁজ নিয়ে দেখেন সবাই কমবেশি দুর্নীতিবাজ, গরিবের রক্ত চুষে খাওয়া ব্যক্তি, বিধবা মায়ের ইজ্জত হরণ কারী ব্যক্তি,বিচারের নামে ঘুষখোর,, সরকারি খাস জমি দখল করি ভূমিদস্যু, যাদের পরিবারের কাছে ইউনিয়নের সাধারণমানুষ জিম্মি হয়ে আছে। আপনারা ফেসবুকে যাদের শ্লোগান দিচ্ছেন দুধের ধোয়া তুলসীপাতা হিসাবে,, ভালোমতন তাদের খোঁজ খবর নিয়ে দেখেন 15 বছর আগে তাদের কতটুকু সম্পদ ও অর্থের মালিক ছিল,, আর বর্তমানে তারা কত টাকার মালিক,, কোথায় পেয়েছেন তারা এত টাকা বিলাসবহুল বাড়ি গাড়ি, নামে-বেনামে শত শত বিঘা জমি,ও খামারবাড়ি। এই সমস্ত টাকা সবই জনগণের, বাংলাদেশ সরকার প্রতিটি ইউনিয়নের উন্নয়নের জন্য টাকা দিয়েছে,স্কুল-,মাদ্রাসা, মসজিদ, রাস্তা কালবাট, তৈরি করার জন্য টাকা দিয়েছে,, মহামারী তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকার টাকা দিয়েছে,, অথচ তারা 20 পার্সেন্ট টাকা খরচ করেছে আর ৮০ পার্সেন্ট টাকা তারা আত্মসাৎ করে টাকার পাহাড় তৈয়ার করেছে। সরকার মাতৃকালীন ভাতা দিয়েছে, প্রতিবন্ধী ভাতা দিয়েছে, বিধবা ভাতা দিয়েছে। লক্ষ লক্ষ টন খাদ্য অসহায় মানুষকে দিয়েছে,, নদীতে মাছ ধরা জেলেদের জন্য অবরোধের সময় খাদ্য দিয়েছে,,অথচ 60 পার্সেন্ট লোকেরাই এই সমস্ত সহেতা গুলি পায় নাই।তাহলে কেন আপনারা ফেসবুকে পএিকার নাম দিয়ে গুন গান গাচ্ছেন,, আমি এই মুহূর্তে মনে করি আপনারাই হলেন দেশ ও জাতির জন্য সবচেয়ে বড় দুশমন।।
মোঃ মোজাম্মেল হোসেন বাবু
স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ
Leave a Reply