বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পেঁয়াদা পাড়া যুব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত দিবা-রাত্রি শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। (২০ ফেব্রুয়ারী)শনিবার রাত সাড়ে আট ঘটিকার সময় উপজেলার ২ নং সাধনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ চারা বটতল এলাকায় অনুষ্ঠিত সমাপনী ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সুপার ফাইটার চাঁদপুর বনাম বিছিন্ন্যা পাড়া ক্রিকেট একাদশ। খেলার শুরুতে টসে জিতে বিছিন্ন্যা পাড়া ক্রিকেট একাদশ ব্যাটিং করার সিদ্ধান্ত নে,নির্ধারিত ১০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করেন বিছিন্ন্যা পাড়া ক্রিকেট একাদশ,জবাবে ৭৬ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬০ রান করতে সক্ষম হয় সুপার ফাইটার চাঁদপুর,ফলে বিছিন্ন্যা পাড়া ক্রিকেট একাদশ ১৫ রানে জয়ী হয়ে উক্ত টুনামেন্টে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
খেলার শুরুতে দূর্নীতি দমন কমিশন বাঁশখালী শাখার সভাপতি বাবু এড. লায়ন শেখর দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলাটি সাবেক বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্র লীগের সভাপতি শওকত হোসাইন পিটুর বক্তব্যের মধ্যেদিয়ে আরম্ভ হয়। খেলা শেষে ডাঃ রমিজ উদ্দিনের সঞ্চালনায় এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়,এতে বিজয়ী টিমকে চ্যাম্পিয়ান ট্রফিসহ নগত দশ হাজার টাকা ও বিজিত টিমকে ট্রফিসহ নগত পাঁচ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়,টুনামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা বোলার নির্বাচিত হয়েছেন সুপার ফাইটার চাঁদপুরের রকি,সেরা ব্যাস্টম্যান ও সমাপনী ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন শাহাদাত এবং জালাল। উক্ত সমাপনী ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য,সি.বি.এ.জসীম উদ্দিন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও জারকন টেকনোলজি লিঃ এর সি.ই.ও.ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল মনির রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ আলী,বাঁশখালী উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক জেহাদ উদ্দীন ফারুক,বাঁশখালী উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ,বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা এড,ইমরানুল হক আজাদ, বাঁশাখালী উপজেলা তাঁতীলীগের সদস্য রেজাউল করিম লেদু,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগ নেতা রহিম উদ্দিন হৃদয়,বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা রবিউল হোসেন মিশুসহ টুনামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply