বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা বাংলাবাজার ব্রীজের পশ্চিম-দক্ষিন পার্শ্বে (বাংলাবাজার -খাটখালী) শহীদ বদিউল আলম সড়ক ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ও ১৫ শত মিটার বিসি দ্বারা সড়কের সংস্কার কাজের ফলক উন্মোচন করে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান চৌধুরী (এমপি)। ২৪ নভেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় উপজেলার গন্ডামারা ইউনিয়নের পুর্ব বড়ঘোনা বাংলাবাজার-খাটখালী শহীদ বদিউল আলম সড়কের সংস্কার কাজ গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মাস্টার শামসুল আলম ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন,এই সড়ক এখানকার মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার। আওয়ামী লীগ ক্ষমতায় আসা মানে অভূতপূর্ব উন্নয়ন হওয়া। বাঁশখালীর উন্নয়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। ইতোমধ্যে বাঁশখালীতে হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। চলমান রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান সহ বেড়িবাঁধের নির্মানের কাজ। অচিরেই বদলে যাবে বাঁশখালীর চেহারা। তিনি আরও বলেন, বাঁশখালীতে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করা হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভবন করে দেয়া হয়েছে। নতুনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান। ইতিমধ্যে বাঁশখালীর প্রধান সড়ক ও বেড়িবাঁধের কাজ শেষ পযার্য়ে। চলমান রয়েছে একাধিক রাস্তা, কালভার্ট ও ব্রিজ নির্মানের কাজ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। যার ধারাবাহিকতায় দেশে উন্নয়ন অব্যাহত রয়েছে । পূর্ব বড়ঘোনার মানুষ এ সড়কটি সংস্কারের দাবী ছিল দীর্ঘদিনের। তা আজ পূর্ণ হলো। এ সড়কের কাজ পরিপূর্ণ হলে অন্যান্য ইউনিয়নের সাথে যোগাযোগ আরো গতিশীল হবে। আগামীতে বাঁশখালীকে আধুনিক উপজেলায় পরিণত করতে নানান পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিহাবুল হক সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া, বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক,ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর করিম শরীফি, বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র দোলোয়ার হোসেন,মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রোজি,কাউন্সিলর জমশেদ আলম,উপজেলা ওলামালীগের সভাপতি আক্তার হোসেন, গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি রবিউল আলম, দক্ষিন জেলা ছাত্রলীগের সহ সভাপতি ছাত্রনেতা নাইমুদ্দীন মাহফুজসহআওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সহ অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ ।উপস্থিত ছিলেন
Leave a Reply