দ্রব্য মূল্যের উধ্বগতি বাজার মনিটরিং জোড়দার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উধ্বগতির প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন ঢাকা জেলার সা: সম্পাদক আজহারুল হক। তিনি বলেন ” দ্রব্যমূল্যের উধ্বগতি প্রতি রোধে সরকারের দ্রত পদক্ষেপ নেয়া উচিৎ। “এ সময় আরোও উপস্হিত ছিলেন নাসির উদ্দিন আহমেদ পল্লব- সভাপতি দোহার উপজেলা ওয়ারকারস পার্টি।কমরেড করম আলী।কমরেড আ: বারেক সভাপতি ঢাকা জেলা। কম: আ: জলিল সভাপতি নবাবগঞ্জ উপজেলা।শেখ সোহেল রানা সা: সম্পাদক দোহার উপজেলা।কম: নাসির উদ্দিন বাহার ঢাকা জেলা সদস্য। কম: আসাদুজ্জামান প্রমুখ।
Leave a Reply