স্টাফ রিপোর্টারঃ মোঃ নেছার উদ্দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমতলী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০/৮/২৫ ইং তারিখ বিকাল ৫ টায় আমতলী পৌরসভার সামনে থেকে একটি বিশাল র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্থানীয় চৌরাস্তায় এলাকায় এক পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক এইচ এম আরিফ, আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদি হাসান রিজন, আরো বক্তব্য রাখেন মোঃ রেজাউল ইসলাম চৌকিদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই সংগঠন বরাবরই গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এ দল গণতন্ত্র পুনরুদ্ধারে বীরোচিত ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। র্যালি ও পথসভা উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
Leave a Reply